আহা! তেঁতুল গোলা জলের ফুচকা টপাটপ গিলছে বাঁদর

শিরোনামে ভুল কিছু পড়েননি!মনের আনন্দে ফুচকার গাড়ির উপর বসে টপাটপ করে মুখে পুরছে ফুচকা। ফুচকা-কাকুও পরপর দিয়ে যাচ্ছে আর বাঁদর বাবাজিও পটাপট খেয়েই চলেছে! মানুষের…

আহা! তেঁতুল গোলা জলের ফুচকা টপাটপ গিলছে বাঁদর

শিরোনামে ভুল কিছু পড়েননি!মনের আনন্দে ফুচকার গাড়ির উপর বসে টপাটপ করে মুখে পুরছে ফুচকা। ফুচকা-কাকুও পরপর দিয়ে যাচ্ছে আর বাঁদর বাবাজিও পটাপট খেয়েই চলেছে! মানুষের এতটা কাছে এসে নির্ভয়ে বসে ফুচকা খাওয়ার ভিডিয়ো প্রত্যেক নেটাগরিক ডগমগ। এই মজাদার ভিডিয়োটি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Advertisements

এই ফুচকা যে একটা খেয়ে মন ভরেনা তা সকলেই জানে। এবার বাঁদর সোনার-ও সেই উপলব্ধি হল। একটা খেয়ে কি কখনও হয়?

   

জানা যাচ্ছে, এই মন গলিয়ে দেওয়া ভিডিয়োটি গুজরাটের টানকারার। ভিডিয়োতে দেখা যাচ্ছে একটি বাঁদর মন দিয়ে বসে ফুচকা খাচ্ছে। ফুচকার গাড়ির উপর বসে রয়েছে এবং আনন্দ করে ফুচকা উপভোগ করছে সে।

Advertisements

পথ চলতি মানুষের চোখে পড়ে গোটা বিষয়টা এবং তাদের মধ্যেই কেউ একজন ক্যামেরা-বন্দি করে ফেলেন। দেখা যাচ্ছে এক ফুচকাওয়ালা এক প্লেট ফুচকা বানিয়ে বাঁদরের দিকে এগিয়ে দিতেই সে সেটা নিয়ে খেতে শুরু করে দেয়।

এই সুন্দর দৃশ্য দেখতে অসংখ্য মানুষের ভির জমে যায় তানকারা’স দয়ানন্দ চক-এ।