ভারতীয় জনতা পার্টি মানেই তৃণমূল কংগ্রেস। এমনই তত্ত্ব বীরভূমে বলেছিলেন মুকুল রায় (Birbhum)। তিনি ফের তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গেছেন। তাঁর তত্ত্বে বিজেপি ও টিএমসি একাকার হলো সেই বীরভূমেই। দূবরাজপুরে জয়ী বিজেপির প্রার্থী। জিতেই তিনি তৃণমূলে যোগ দিলেন।
দলবদলু পঞ্চায়েত সদস্যার নাম লক্ষ্মী মুর্মু। তিনি দুবরাজপুরে বিজেপির টিকিটে পঞ্চায়েত প্রার্থী হয়েছিলেন। তৃণমূল ও সিপিএমের কোনও প্রার্থী ছিল না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন বিজেপির লক্ষ্মী মুর্মু। এর পরেই চরম নাটকীয় পরিস্থিতি তৈরি হলো।
স্থানীয়রা তৃ়ণমূল নেতারা চলে এলেন। তারা কথা বললেন বিজেপির লক্ষ্মী মুর্মুর সাথে। কিছু পরে লক্ষ্মী মুর্মু তৃণমুলে যোগ দিলেন। হাতে টিএমসির পতাকা নিয়ে বললেন মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আমি মুখ্যমন্ত্রীর উন্নয়ন কাজে সামিল হলাম। তাই তৃণমূলে যোগ দিলাম।