হাতছাড়া হল সুর্বন সুযোগ। ভারতের মাটিতেই বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের বিপক্ষে খেলার সুযোগ আসলেও তা প্রত্যাখ্যান করল ভারতীয় ফুটবল ফেডারেশন (Indian Football Federation)। যা শুনে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র। কিন্তু কেন এই সিদ্ধান্ত? জানা গিয়েছে বিরাট আর্থিক চাহিদার কথা জানতে পেরেই নাকি পিছিয়ে আসে ভারতীয় ফুটবল ফেডারেশন। বর্তমানে আর্জেন্টিনা ফুটবল দল কে ঘিরে চাহিদা রয়েছে সর্বত্র।
বিশেষ করে তারকা ফুটবলার মেসি কে নিয়ে বিশ্বজুড়ে যে উন্মাদনা রয়েছে তা অস্বীকার করার কোনো জায়গা নেই। সেই সমস্ত কিছু কে সম্মান জানাতে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন বিশেষ আমন্ত্রণ নিয়ে হাজির হয় ভারত ও বাংলাদেশের ফুটবল ফেডারেশনের কাছে। কিন্তু সমস্যা হল এত কম সময়ে সমস্ত কিছু আয়োজন করে ওঠা কার্যত অসম্ভব। যারফলে, নিতান্ত বাধ্য হয়েই পিছু হটতে হল দুই দেশকে।
এই প্রসঙ্গে ফুটবল ফেডারেশনের সচিব প্রভাকরন বলেন, আর্জেন্টিনার তরফ থেকে ফ্রেন্ডলি ম্যাচ খেলার আহ্বান এসেছিল আমাদের কাছে। কিন্তু এত তাড়াতাড়ি এই বিরাট অঙ্কের অর্থ জোগাড় করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাছাড়া এই ম্যাচের ক্ষেত্রে বিশেষ স্পনসরশিপের ও প্রয়োজন। যা সহজে পাওয়া সম্ভব নয়। তাছাড়া ওদের অ্যাপিয়ারেন্স ফি বিশাল। যা এই মুহূর্তে ভারতের পক্ষে দেওয়া অসম্ভব। তাই বর্তমানে এই ম্যাচ খেলা সম্ভব নয় ব্লু টাইগার্সদের।
সেকারণে ভারত-বাংলাদেশের বদলে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার বিপক্ষে দুইটি ফ্রেন্ডলি ম্যাচ খেলে আর্জেন্টিনা ফুটবল দল। এক্ষেত্রে প্রথম ম্যাচে বেজিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে মেসি মাঠে নামলে ও দ্বিতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলতে নামেননি এল এম টেন। তবে দুই ম্যাচেই একাধিক গোলের ব্যবধানে জয় পেয়েছে বিশ্বকাপ জয়ীরা। তবে এখন আয়োজন করা সম্ভব না হলেও আগামীতে আর্জেন্টিনার সঙ্গে খেলবে ভারত। এমনকি পরবর্তীতে ভারতের সঙ্গে খেলতে নাকি যথেষ্ট আগ্ৰহ রয়েছে খোদ আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের। তবে সদ্য বিশ্বকাপ জয়ী দলের বিরুদ্ধে খেলার সুর্বন সুযোগ কাজে লাগাতে না পারায় হতাশ আপামর ফুটবলপ্রেমি মানুষেরা।