বলিউড অভিনেতা রণবীর সিংকে প্রায়সই অপ্রচলিত পোষাক পড়তে দেখা যায়। কিন্তু অন্য দিকে অন্যদিকে, ভারতের কিংবদন্তি ক্রিকেটার এমএস ধোনি (MS Dhoni) সেই বিভাগে একেবাথেই আলাদা, তাঁর শান্ত এবং সৌম্য আচরণই তাঁকে সকলের থেকে উৎকৃষ্ট করে তোলে।
কিন্তু, সোশ্যাল মিডিয়ায় ভক্তরা দুই ব্যক্তিত্বের মধ্যে একটি অদ্ভুত সংযোগ খুঁজে পেয়েছে ধোনির সাম্প্রতিক ছবি সৌজন্যে। ছবিটিতে ধোনি তার ভাই এবং বন্ধুদের একসাথে দেখা যায়। ছবিটিতে তাঁকে একটি রঙিন পোশাক পড়ে থাকতে দেখা যায়, যা নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে। নেটিজেনরা এটিতে মন্তব্য করেন যে ধোনিও দ্রুত রণবীর সিং হয়ে যাচ্ছেন।
বর্তমানে, হাঁটু অস্ত্রপচারেরর পর সুস্থ হওয়ার প্রস্তুতি চলছে ৪১ বছরের ধোনির। আশা করা যাচ্ছে, তিনি পরের বারও খেলবেন আইপিএল