দলের সব ফর্ম্যাটের নেতৃত্ব নেওয়ার পর চ্প বেড়ে যায় রোহিতের (Rohit Sharma), যা প্রকাশ পায় তাঁর ব্যাটে। এদিক ওদিক কিছু কিলো ইনিংস ছাড়া আর সেরকম কিছুই করতে পারেননি তিনি। এক দিনের আন্তর্জাতিক ম্যাচে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে আর এদিকে টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি করে সেঞ্চুরি ছাড়া আর কিছুই করে উঠতে পারেনি রোহিত।
আইপিএলেও ছন্দে ছিলেন না মোটেই। মোট ১৬ ম্যাচ খেলে প্রায় ১৩৩ স্টাইক রেটে ৩৩২ রান করেন তিনি। টেস্ট বিশ্বকাপেও চোখে পড়ার মতো কিছু করেনি তাঁর ব্যাট।
সূত্র মারফত টাইমস অব ইন্ডিয়া জেনেছে, “আইপিএল এবং ইংল্যান্ডে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সময় রোহিতকে কিছুটা বিষণ্ণ দেখাচ্ছিল। নির্বাচকরা চান ওয়েস্ট ইন্ডিজ সফরের কিছু সময় তিনি বিশ্রামে থাকুক। তার অনুসরণ করা টেস্ট বা আট ম্যাচের সাদা বলের সিরিজ (তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি) মিস করার সম্ভাবনা রয়েছে। নির্বাচকরা রোহিতের সঙ্গে কথা বলবেন এবং তারপর সিদ্ধান্ত নেবেন।” রোহিতের অনুপস্থিতিতে টেস্ট দলের অধিনায়কত্ব করার ভার হয়তো গিয়ে পড়তে পারে সদ্য ছন্দে ফেরা অজিঙ্ক্য রাহানের ওপর।
#RohitSharma #WestIndiesTour #Rest #Reports #IndianCricketTeam #Composition