NHPC তে চাকরির সুযোগ, শূন্য পদ প্রায় ৪০০

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর নিয়ে গেল কেন্দ্র সরকার। কেন্দ্র সরকারের শক্তি মন্ত্রকের অধীনস্থ NHPC তে করা হবে নিয়োগ। সম্প্রতি সংস্থা তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা…

A girl holding a newspaper with the headline 'job news'

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর নিয়ে গেল কেন্দ্র সরকার। কেন্দ্র সরকারের শক্তি মন্ত্রকের অধীনস্থ NHPC তে করা হবে নিয়োগ। সম্প্রতি সংস্থা তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ৩০শে জুন পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া। মোট ৩৮৮টি শূন্য পদে নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের অধীনস্থ মন্ত্রকে চাকরি করার জন্য এটা সুবর্ণ সুযোগ।

Advertisements

শূন্য পদ হিসেবে বলা হয়েছে, জুনিয়ার ইলেকট্রিক ইঞ্জিনিয়ার এর জন্য থাকছে ৭৪টি পদ। একই সাথে জুনিয়ার সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য থাকছে ১৪৭টি পদ। ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন পাস ছাত্র-ছাত্রীদের জন্য থাকছে দশটি শুন্য পদ। একই সাথে সুপারভাইজার, ড্রাফটসম্যান, হিন্দি অনুবাদক, জুনিয়র মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সিনিয়র অ্যাকাউন্টেন্ট পরে করা হবে নিয়োগ।

Advertisements
   

আবেদন করার জন্য বয়স হতে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তবে জাতিগত শংসাপত্র থাকলে বয়সে ছাড় মিলবে। আবেদন করার জন্য ২৯৫ টাকা ধার্য করা হয়েছে কিন্তু সেক্ষেত্রেও জাতিগত শংসাপত্র থাকলে আবেদন ফিতে ছাড় মিলবে। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থী বাছাই করা হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। বিস্তারিত জানতে ক্লিক করুন, www.nhpcindia.com এই লিঙ্কে।