Murshidabad: ‘রানিনগর দাওয়াই’ চলছে বলে বাম হামলা, মনোনয়ন রুখতে গিয়ে পালাল টিএমসি

ফের গরম মুর্শিদাবাদের (Murshidabad) রানিনগর। ফের এখানে মার খেল (tmc) তৃণমূল কংগ্রেস। হামলায় অভিযুক্ত (cpim) সিপিআইএম। পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা ঘিরে রানিনগর ফের উত্তপ্ত। বাম…

Murshidabad: 'রানিনগর দাওয়াই' চলছে বলে বাম হামলা, মনোনয়ন রুখতে গিয়ে পালাল টিএমসি

ফের গরম মুর্শিদাবাদের (Murshidabad) রানিনগর। ফের এখানে মার খেল (tmc) তৃণমূল কংগ্রেস। হামলায় অভিযুক্ত (cpim) সিপিআইএম। পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা ঘিরে রানিনগর ফের উত্তপ্ত। বাম সমর্থকদের বিরাট জমায়েতে ছত্রভঙ্গ তৃ়নমূল।

Advertisements

গত সপ্তাহে মনোনয়ন জমার প্রথম দিনে মুর্শিদাবাদের রানিনগর এক নম্বর ব্লকে বিডিও দফতর ঘিরে রেখেছিল তৃণমূল কংগ্রেস। অভিযোগ, বাম ও কংগ্রেস সমর্থকদের বাধা দেওয়া হয়। এর পর বাম সমর্থকরা পাল্টা হামলা করে। হামলার মুখে পালায় টিএমসি।

Advertisements
   

সোমবারও একই পরিস্থিতি। রানিনগর গরম। রানিনগর থানা এলাকার শেখ পাড়ায়  তৃণমূল কংগ্রেস কর্মীদের মারধর করার অভিযোগ উঠল সিপিআইএমের বিরুদ্ধে। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে রাস্তায় অবস্থান শুরু করে তৃণমূল কর্মীরা। বাঁশ লাঠি হাতে নিয়ে তাদের তাড়া করে বাম ও কংগ্রেস সমর্থকরা। হামলার জেরে পরিস্থিতি গরম।