Weather: ইলশেগুঁড়ি নয় একেবারে ঝমঝমিয়ে বৃষ্টিতে কাকভেজা হতে হবে রাজ্যবাসীকে। তেমনই বার্তা দিয়েছে আবহাওয়া বি়ভাগ। প্রবল ঘর্মাক্ত গরম ও দাবদাহে ক্লান্ত রাজ্যবাসীর কাছে এই বার্তা সস্তির।
আবহাওয়া বিভাগ জানাচ্ছে, যদিও রবিবার থেকে উত্তরবঙ্গে বর্ষার বৃষ্টি ঢুকছে, তবে শনিবার থেকেই ভারি বৃষ্টির সম্ভাবনা উত্তরের বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গে আগামী রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
শুক্রবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় স্বস্তির বৃষ্টিপাত হয়। এতে সংশ্লিষ্ট এলাকাগুলিতে গরম কমেছে। দক্ষিণে বর্ষা ঢুকবে আরও কয়েকদিন পরে।