গত কয়েকদিন ধরেই জেসন কামিন্সকে চূড়ান্ত করা নিয়ে ঝড় বয়ে যাচ্ছে দলবদলের বাজারে। এবার আরও এক চমক দেওয়ার অপেক্ষায় সবুজ-মেরুন (Mohunbagan SG) ব্রিগেড। শোনা যাচ্ছে, বিড়াট অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে আইএসএল ক্লাব চেন্নাইন এফসি থেকে এক তারকা ফুটবলারকে চূড়ান্ত করতে চলেছে কলকাতার এই প্রধান। যিনি শুধুমাত্র হিরো ইন্ডিয়ান সুপার লিগ’ই নয় জাতীয় শিবিরে ও ডাক পেয়েছেন চলতি মরশুমে। ভারতের জার্সিতে গোল না পেলেও দলের হয়ে একাধিকবার গোলের সুযোগ তৈরি করে দিয়েছেন এই তারকা।
তিনি অনিরুদ্ধ থাপা। সমস্ত কিছু ঠিকঠাক চললে প্রায় ২ কোটি টাকা ট্রান্সফার ফি দিয়ে তাকে দলে টানতে পারে মোহনবাগান সুপারজায়ান্টস। বিশেষ সূত্র মারফত খবর, আগামী পাঁচ বছরের চুক্তিতে এই তারকা ফুটবলার কে দলে টানতে পারে বাগান ব্রিগেড। বর্তমানে এই দেশীয় মিডফিল্ডারের সঙ্গে আরও এক বছরের চুক্তি থাকলেও বেশ কয়েক মাস ধরেই নাকি তাকে সই করাতে মরিয়া সবুজ-মেরুন।
প্রথমদিকে তাকে ছাড়তে চেন্নাই আপত্তি দেখালেও শোনা যাচ্ছে, মোহনবাগানের অফার এবার নাকি পছন্দ হয়েছে তাদের। যারফলে, এবার থাপা কে ছেড়ে দিতে রাজি চেন্নাই ম্যানেজমেন্ট। এখনও গোটা বিষয়টি মৌখিকভাবে অবস্থান করলেও মনে করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে সমস্ত কিছু।
বর্তমান সময়ে দাঁড়িয়ে ভারতীয় ফুটবল দলে নিয়মিত খেলছেন দেরাদুনের এই তারকা। জাতীয় দলের কোচ ইগর স্টিমাচের অন্যতম ভরসা ও বলা যেতে পারে এই তারকা কে। বক্স অপারেট করার পাশাপাশি দূরন্ত শটে প্রতিপক্ষ কে চমকে দেওয়ার ও ক্ষমতা রাখেন থাপা। তাই তিনি কলকাতায় আসলে দলের মাঝমাঠ যে আরও জমাট বাঁধবে তা বলাই চলে।