গুমোট গরমের মাঝেই বীরভূমে (Birbhum) সিবিআই ঝড়! গোরু পাচার তদন্তে একাধিক তৃণমূল নেতাকে জেরা করতে সিবিআই বিশেষ দল জেলায় ছড়িয়ে পড়ল। ব্যাপক ধরপাকড়ের আশঙ্কা করা হচ্ছে।
গোরু পাচার মামলায় বিপুল বেআইনি লেনদেনে জড়িত বীরভূম জেলা টিএমসি সভাপতি অনুব্রত মণ্ডল (কেষ্ট) তিহার জেলে বন্দি। তার সাগরেদের ডেকে পাঠানো হয়েছে। জেলা তৃণমূল কংগ্রেসের মধ্যে ছড়িয়েছে তীব্র আতঙ্ক।
বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের আসানসোল থেকে সিবিআই তদন্তকারী দল বীরভূমে ঢুকে পড়ে। জেলা জুড়ে চলছে অভিযান। তৃণমূল কংগ্রেস নেতাদের তালিকা ধরে ধরে চলছে ডাক।
জানা যাচ্ছে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বৃত্তে থাকা দলীয় নেতাদের উপর বিশেষ নজর সিবিআই দলের। শান্তিনিকেতন থেকে চলছে অভিযান।