মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর (Swara Bhasker)। সোশ্যাল মিডিয়ায় নিজেই দিলেন সেই খবর। গত ফেব্রুয়ারি মাসে কোর্ট ম্যারেজ হয় স্বরা এবং ফাহাদ আহমেদের (Fahad Ahmed) এবং পরে মার্চে সামাজিক অনুষ্ঠান হয়।
স্বরা ভাস্কর তাঁর প্রেগনেন্সির খবর অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিলেন। শেয়ার করা ছবিতে স্বরা তাঁর স্বামী ফাহাদের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন। ছবিতে স্বরার বেবি বাম্প স্পষ্ট। শেয়ার করে স্বরা ভাস্কর লেখেন, “কখনও তোমার সব প্রার্থনার উত্তর পাওয়া যায় একসঙ্গে।“
শুধুমাত্র বলিউড নয়। কেন্দ্র-সরকার বিরোধী মন্তব্যের কারণে বারবার খবরের শিরোনামে থেকেছেন এই বলি তারকা স্বরা ভাস্কর (Swara Bhasker)। তাঁর বিয়ে নিয়েও চর্চা হয় বিভিন্ন মহলে। আবারও সংবাদ শিরোনামে উঠে আসেন তিনি৷
স্বরার স্বামী ফাহাদ আহমেদ নিজে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত। ছাত্র আন্দোলনের সঙ্গে বরাবর সক্রিয় ভাবে যুক্ত থাকতে দেখা গেছে স্বরাকে। সমাজবাদী পার্টির মহারাষ্ট্র ও মুম্বইয়ের যুব সংগঠনের সভাপতি পদে আসিন রয়েছেন তিনি। মিছিলেই আলাপ দুই জনের। মিছিলও থেকেই শুরু বন্ধুত্ব। সেখান থেকেই পরে প্রেম দুই জনের।
Sometimes all your prayers are answered all together! Blessed, grateful, excited (and clueless! ) as we step into a whole new world! 🧿❤️✨🙏🏽 @FahadZirarAhmad #comingsoon #Family #Newarrival #gratitude #OctoberBaby pic.twitter.com/Zfa5atSGRk
— Swara Bhasker (@ReallySwara) June 6, 2023
এর আগে নিজেই এক ভিডিও প্রকাশ করে শেয়ার করেন স্বরা। ২০২০ সালে মার্চ মাসে তাঁদের হোয়াটসঅ্যাপে কথা শুরু হয়। বোনের বিয়েতে স্বরাকে আমন্ত্রণ জানান ফাহাদ। পরে একসঙ্গে একাধিক মিছিলে পায়ে হাঁটেছেন। তারপর তারা বিয়ের সিদ্ধান্ত নেন। পরিবারের সবার অনুমতিতে স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করেন তাঁরা।
এর আগে একাধিক রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে দেখা গেছে স্বরা ভাস্করকে। কখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রিত অনুষ্ঠানে আবার কখনও রাহুল গান্ধীর সঙ্গে ভারত জোড়ো যাত্রায় অংশগ্রহণ করেছেন তিনি। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তির সঙ্গে চার হাত এক করেন অভিনেত্রী।