নতুন মরশুমের জন্য দল গঠনের ক্ষেত্রে বর্তমানে যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছে আইএসএলের ক্লাব গুলি। প্রথম দিকে বেঙ্গালুরু এফসি ও এফসি গোয়ার একচেটিয়া দাপট থাকলেও সময় এগোনোর সাথে সাথে আসরে নেমে পড়ে কলকাতার দুই প্রধান ইমামি ইস্টবেঙ্গল (East Bengal FC) ও মোহনবাগান সুপারজায়ান্টস সহ অন্যান্য ক্লাব গুলি। গত এপ্রিল মাসের শেষের দিকে কোচের নাম ঘোষণা করার পর থেকেই দলবদলের বাজারে আরো সক্রিয় হয়ে ওঠে ইস্টবেঙ্গল।
প্রথমদিকে ওডিশা এফসির থেকে নন্দকুমার শেখর ও চেন্নাইন এফসি থেকে ইভান ভান্সপল কে নিশ্চিত করে ইস্টবেঙ্গল। তারপরেই ম্যানেজমেন্টের নজর পড়ে ইভান ভুকোমানোভিচের কেরালার উপর। সেখান থেকে দলের পুরোনো ফুটবলার তথা বহু যুদ্ধের নায়ক হরমনজোত সিং খাবরাকেও (Harmanjot Singh Khabra) পাঠানো হয় প্রস্তাব। এক্ষেত্রে শুরু থেকেই যথেষ্ট ইতিবাচক মনোভাব পোষণ করা হয়েছিল খাবরার তরফ থেকে।
এমনকি লাল-হলুদের পুরোনো অধিনায়ক কে দলে ফেরানোর প্রসঙ্গে এজেন্টের সাথে কথা বলেও নাকি যথেষ্ট ইতিবাচক ইঙ্গিত মিলেছিল। এবার সেই নিয়ে উঠে আসল নয়া তথ্য। শোনা যাচ্ছে, আগামী মরশুমের জন্য নাকি লাল-হলুদে নব্বই শতাংশ নিশ্চিত এই তারকা।
তাই কোনো বড়সড় অঘটন না ঘটলে আসন্ন আইএসএলে তিনি খেলতে পারেন ইস্টবেঙ্গলের জার্সিতে। তবে বর্তমানে তার বয়স ৩৫ বছর। তাই এই সময়ে দাঁড়িয়ে আদৌও আগের ভঙ্গিমায় কতটা ধরা দেবেন এই তারকা ফুটবলার সেটাই এখন দেখার। তবে প্রয়োজনের ভিত্তিতে কার্লোস কুয়াদ্রাতের ভরসা হয়ে উঠতে পারেন এই পাঞ্জাবী তারকা।