North Bengal: ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু মা ও মেয়ের

শনিবার মধ্যরাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল মা ও মেয়ের। আগুনে দ্বগ্ধ হয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আরও এক শিশুকন্যা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

North Bengal: ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু মা ও মেয়ের

শনিবার মধ্যরাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল মা ও মেয়ের। আগুনে দ্বগ্ধ হয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আরও এক শিশুকন্যা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কিশনগঞ্জের পুঠিয়া থানা এলাকার চনামনা গ্রামে।

Advertisements

জানা গিয়েছে, এদিন রাত ১২টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে চনামনা গ্রামের বাসিন্দা মহম্মদ সালাউদ্দিনের বাড়িতে। সালাউদ্দিন মুম্বইয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। এদিন রাতে সালাউদ্দিনের স্ত্রী অঞ্জুরা খাতুন(৩২) তাঁর পাঁচবছরের মেয়ে ফুলক নাজ ও তিন বছরের মেয়ে রিয়া বেগমকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। কোনওভাবে সেই ঘরে আগুন লেগে যায়।

   

এরপরই ঘটনাস্থলে এসে ঘরে দরজা ভেঙ্গে অগ্নিদ্বগ্ধ অবস্থায় তিন জনকেই উদ্ধার করে স্থানীয়রা। এই ঘটনায় ভয়ংকরভাবে পুড়ে যায় অঞ্জুরা খাতুন ও তাঁর দুই শিশুকন্যা ফুলকনাজ ও রিয়া। এই তিনজনকে উদ্ধার করে ইসলামপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় অঞ্জুরা ও রিয়ার। অগ্নিদ্বগ্ধ অপর শিশুকন্যা ফুলকনাজ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

Advertisements

এদিকে স্থানীয়দের প্রচেষ্টা ও দমকল কর্মীদের তৎপরতায় ঘন্টাখানেকের মধ্যে আগুন আয়ত্তে আসে। স্থানীয়দের অভিযোগ কেউ বাইরে থেকে পেট্রোল বা অন্য কোনও জ্বালানি তেল ছিটিয়ে আগুন লাগিয়ে থাকতে পারে।

পুঠিয়া থানার আই সি নিশিকান্ত কুমার বলেন, পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। আর পূর্ণিয়া থেকে ফরেন্সিক দল রবিবার ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। মৃতদেহ দুটিকে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় পুঠিয়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।