Odisha Train Accident: করমণ্ডল দুর্ঘটনায় নিখোঁজ বহু বাংলাদেশি, ঢাকা থেকে জারি হেল্পলাইন

ভারতের (odisha train accident) ওড়িশা রাজ্যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। বাংলাদেশি যাত্রীদের জন্য ঢাকা থেকে জারি করা হয়েছে বিশেষ হেল্পলাইন। বহু বাংলাদেশির খোঁজ নেই। ভারতে চিকিৎসা…

ভারতের (odisha train accident) ওড়িশা রাজ্যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। বাংলাদেশি যাত্রীদের জন্য ঢাকা থেকে জারি করা হয়েছে বিশেষ হেল্পলাইন। বহু বাংলাদেশির খোঁজ নেই।

ভারতে চিকিৎসা করাতে আসেন লক্ষাধিক বাংলাদেশি নাগরিক। আসেন প্রতিবেশি দেশ নেপাল ও ভুটানের নাগরিকরাও। তবে পশ্চিমবঙ্গ ও দক্ষিণ ভারতে চিকিৎসার জন্য আসা বাংলাদেশি নাগরিকদের সংখ্যা প্রচুর। এদের বড় অংশের গন্তব্য তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের বিভিন্ন চিকিৎসাকেন্দ্র। শুক্রবার চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস ও বেঙ্গালুরু থেকে হাওড়ার দিকে আসা যশবন্তপুর সুপার ফাস্ট ট্রেন দুটি বেলাইন হয়। এই দুর্ঘটনায় (Odisha Train Accident) শয়ে শয়ে যাত্রীর মৃত্যু হয়েছে। নিহত ও আহতদের তালিকায় বাংলাদেশিরা আছেন কি নাকি নেই তা অজানা। কারণ সেরকম কোনও তথ্য শনিবার বেলা ১টা পর্যন্ত মেলেনি।

   

নিখোঁজ বাংলাদেশি যাত্রীদের নিয়ে সে দেশে বাড়ছে উদ্বেগ। ঢাকা, বরিশাল,চট্টগ্রাম, সিলেট, রংপুর, রাজশাহী, খুলনা বিভাগ থেকে কলকাতা এসেছেন যে সকল বাংলাদেশিরা তাদের বিষয়ে জানতে বাংলাদেশ সরকারা চালু করেছে হেল্পলাইন।

ঢাকা থেকে বিশেষ বার্তা, কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশন, আগরতলা, গুয়াহাটির সহকারি হাইকমিশন, দিল্লিস্থিত বাংলাদেশ হাইকমিশনে বাংলাদেশিরা যোগাযোগ করুন। হেল্পলাইন নম্বর + 919038353533, এই নম্বরে যোগাযোগের জন্য বলা হয়েছে।

শুক্রবার ভারতের ওড়িশা রাজ্যের বালাসোরে করমণ্ডল ও যশবন্তপুরের কামরাগুলি বেলাইন হয়। ভয়াবহ দুর্ঘটানার পর হাওড়া ও চেন্নাই, বেঙ্গালুরুর মধ্যে ট্রেন চলাচল আপাতত থমকে গেছে। হাওড়া ও চেন্নাইতে শয়ে শয়ে বাংলাদেশি নাগরিক আটকে। তাদের অসহায়তার সংবাদ ভারতীয় গণমাধ্যমে বারবার উঠে আসছে।

দুর্ঘটনার পর বাংলাদেশ সরকার যোগাযোগ করেছে ভারত সরকারের সাথে। ঢাকা ও দিল্লির কূটনৈতিক প্রক্রিয়ায় কথা চলেছে। 

এদিকে ভারতের গণমাধ্যমের খবর, দুর্ঘটনায় দুশোর বেশি যাত্রী নিহত। এই সংখ্যা আরও বাড়তে পারে। চলছে উদ্ধারকাজ। ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন দুর্ঘটনাস্থল পরিদর্শন করবেন।