যারা ব্যাংকে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সুখবর নিয়ে এলো আইবিপিএস অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন। সম্প্রতি তারা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রায় ৬০০০ পদে নিয়োগ করতে চলেছে আইবিপিএস। সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক পাশ। দেশের সরকার স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলেই করা যাবে আবেদন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ক্লার্ক পদের জন্য নিয়োগ করা হবে। আইবিপিএস অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন দেশের সবকটি রাষ্ট্র ব্যাংকের জন্য প্রার্থী বাছাই করে। আগামী পয়লা জুলাই থেকে একুশে জুলাই পর্যন্ত করা যাবে আবেদন। আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে 20 থেকে 28 বছরের মধ্যে। তবে জাতিভিত্তিক সমস্যা পত্র থাকলে বয়সে ছাড় মিলবে।
প্রাপ্তি বাছাই হবে তিনটি পর্যায়ের মাধ্যমে। প্রথমে অনলাইন মাধ্যমে একটি পরীক্ষা না হবে সেখানে পাশ করলে ডাকা হবে মেন পরীক্ষার জন্য। তারপরে হবে ইন্টারভিউ। আবেদন করার জন্য প্রার্থীদের দিতে হবে ৮৫০ টাকা করে কিন্তু জাতিভিত্তিক শংসাপত্র থাকলে মাত্র ১৭৫ টাকা দিতে হবে আবেদন করার জন্য।