Mohit Sharma: “সারা রাত ঘুমাতে পারিনি,”- ফাইনালের পর মুখ খুললেন মোহিত

আইপিএল ২০২৩ ফাইনালের সমাপ্তি একদিকে আনন্দের আর একদিকে যন্ত্রণার গল্প বলে গেল। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রবীন্দ্র জাদেজার অভিনব ফিনিস ভেঙে দিয়েছিল মোহিত শর্মার (Mohit…

Mohit Sharma

আইপিএল ২০২৩ ফাইনালের সমাপ্তি একদিকে আনন্দের আর একদিকে যন্ত্রণার গল্প বলে গেল। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রবীন্দ্র জাদেজার অভিনব ফিনিস ভেঙে দিয়েছিল মোহিত শর্মার (Mohit Sharma) দূর্গ। উল্লসিত জাডেজা, অপর দিকে ভেঙে পরা মোহিত- এক অনন্য মূহুর্তের সাক্ষী থেকে গেল ভারতের ক্রিকেট প্রেমীরা। ফাইনাল হারার এক দিন পর সেই রাত নিয়ে, সেই ছ’টা বল সম্পর্কে মুখ খুললেন মোহিত শর্মা।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহিত শর্মা জানান যে সব কিছু পরিষ্কার ছকে বাঁধা ছিল তাঁর। মোহিত জানান, “আমি যা করতে চেয়েছিলাম তাতে আমার মন খুব পরিষ্কার ছিল। নেটে আমি এমন পরিস্থিতিতে অনুশীলন করেছি এবং আমি আগেও এমন পরিস্থিতিতে ছিলাম। তাই আমি ভেবেছিল সব বল ইয়র্কার দেব, দেবই!”

মোহিত শর্মা করেছিলেনও তেমনই। শেষ ওভারে প্রথম চারটে ছিল নিখুঁত ইয়র্কার। এর মধ্যে একটি ডট, এবং বাকি তিনটেতে এক রান করে নেয় ম্ঠে ব্যাট করা শিবম দুবে এবং রবীন্দ্র জাডেজা।

মোহিত আত্মবিশ্বাসী হওয়া সত্ত্বেও অধিনায়ক হার্দিক পান্ড্যকে দেখা যায় এগিয়ে গিয়ে কথা বলতে। সে বিষয়ে জিজ্ঞেস করায় মোহিত বলেন, “ও জানতে চেয়েছিল আমি কি করতে চাই। বলেছিলাম, ইয়র্কার দেবো। লোকে এখন কত কথা বলছে, কিন্তু এসবের কোনো মানে হয় না। আমি জানতাম আমায় কি করতে হবে।”

Advertisements

পরের বলে লেঙ্গথের সমস্যা হওয়ায় ছয় মেরে দেন জাডেজা। মোহিত আরো বলেন যে পরের বলও ইয়র্কার দেওয়ার কথা ভাবেন তিনি। তিনি জাডেজার আঙুল লক্ষ করে ইয়র্কার দিতে চেয়েছিলেন। কিন্তু হিসেব মতো কাজ হয়নি। “লো ফুল টস” হয়ে বল যায় জাডেজার কাছে, আর চার মেরে ম্যাচ ছিনিয়ে নেন তিনি।

মোহিত শর্মা বলেন, “সারা রাত ঘুমাতে পারিনি। সারাক্ষণ ভেবে গেছি, কি করলে ম্যাচটা জেতা যেত। মোটেই ভালো লাগছে না আমার। কোথাও কিছু একটা খামতি তো রয়েই গেছে, তবে আমি স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি।”