কিছুদিন আগেই শেষ হয়েছে ফুটবল মরশুম। তবে আগামী মরশুমের কথা মাথায় রেখে এখন থেকেই দল গঠনের কাজ শুরু করে দিয়েছে আইএসএলের পাশাপাশি আইলিগের দলগুলি। ইন্ডিয়ান সুপার লিগের ক্ষেত্রে অনেক আগে থেকেই ঘর গোছাতে শুরু করেছিল বেঙ্গালুরু এফসি থেকে শুরু করে এফসি গোয়ার মতো দল গুলি। পরবর্তী সময়ে আসরে নামে কলকাতার দুই প্রধান যথাক্রমে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। তারপর একে একে ওডিশা থেকে শুরু করে নর্থইস্ট। তবে পিছিয়ে নেই আই লিগের ক্লাব গুলি। এদের মধ্যে দলবদলের বাজারে সবচেয়ে সক্রিয় হয়ে উঠেছে কলকাতার আরেক প্রধান মহামেডান (Mohammedan SC)।
গত ফুটবল মরশুমে একেবারে হতশ্রী পারফরম্যান্স থাকলেও সেসব ভুলে এখন নতুন করে দল গড়ে ভালো ফল করতে মরিয়া সাদা-কালো ব্রিগেড। এক্ষেত্রে বিদেশি ফুটবলার নির্বাচন করার ক্ষেত্রেই সবার আগে জোর দিলেন ক্লাব কর্তারা। যতদূর জানা গিয়েছে, আগামী মরশুমের কথা মাথায় রেখে আর্জেন্টাইন তারকা অ্যালেক্সিস গোমেজ কে সই করাতে চলেছে রেড রোডের এই ক্লাব।
পাশাপাশি রিয়াল কাশ্মীর দলের অধিনায়ক লামিনে মোরোর সঙ্গে ও কথাবার্তা এগিয়ে গিয়েছে অনেকটা দূর। সব ঠিকঠাক থাকলে আগামী মরশুমে কলকাতার এই প্রধানের হয়ে খেলতে পারেন তিনি। এছাড়াও নজরে রয়েছে আরও দুই বিদেশি তারকা।
সেইসাথে নাকি আইএসএল খেলা এক গোলকিপারকে দলে টানতে চাইছে মেহরাজউদ্দিন ওয়াডুর ক্লাব। তবে এক্ষেত্রে কাকে নেওয়া হবে তা এখনো চূড়ান্ত হয়নি। যতদূর শোনা যাচ্ছে, হিরো ইন্ডিয়ান সুপার লিগের কোনো তরুণ তারকাকেই আনা হতে পারে এই দলে। বলাবাহুল্য, গত কয়েকদিন ধরেই দলের গোলরক্ষক টানার ক্ষেত্রে কেরালা ব্লাস্টার্স এফসির তারকা প্রভসুখন গিলের সঙ্গে আলোচনা শুরু করেছিল লাল-হলুদ শিবির।
পাশাপাশি নজর ছিল ধিরাজের দিকে। তবে এখনো পর্যন্ত নাকি চূড়ান্ত হয়নি কোনো তারকা। তবে কি এবার সেই আসরে নেমেছে মহামেডান? তা এখনো পরিষ্কার নয়। তবে অনেকের ধারণা আইএসএলের কোনো পরিচিত গোলরক্ষক কেই দেওয়া হতে পারে দলের দায়িত্ব।