IPL 2023: ২০২২-এ ন’নম্বরে শেষ করেছিল দলটা। আজ ফাইনালে। না, কারর ওপর ভরসায় প্লে অফে পৌঁছায়নি তাঁরা। সম্পূর্ণ নিজের ভরসায় উঠেছে তাঁরা। এমনও না যে বিশাল তাবড় কোনো বোলিং কাছে। থাকার বলতে ছিল চেপকের কৃপণ পিচ, রুতুরাজ- ডেভনের ব্যাট, দুবের মার, অজিঙ্ক্যের ফিরে আসা, ঠিকশানার ত্যূণ, মাথিশার মালিঙ্গা অ্যাকশন আর একটা ধোনি। আর ছিল বাউন্ডারির ধারে নিরন্তর হেঁটে চলে বেড়ানো ব্রাভো।
রুতুরাজ গায়েকওয়াড আজও অর্ধশত রান করলেন। তবে ৪৪ বলে ৬০ রান করে মোহিত শর্ডেভার বলে ডেভিড মিলারের হাতে ক্যাচ দিয়ে চলে যান। ডেভন কনওয়ে করলেন মোটে ৪০ রান। এর পর সকলেই অল্প বিস্তর চেষ্টা সবাই করলেও কেউই বিশেষ কিছু করে উঠতে পারেনি। এর মধ্যে রবীন্দ্র জাডেজা ২২ রান করে একটু কিছু অবদান রেছেছেন।
গুজরাটের মোহিত শর্মা ও মহম্মদ শামি, দু’জনেই দুটি করে উইকেট নেন। উত্তরে এসে, শুভমন গিল চেষ্টা করলেও পারেননি। ৩৮ বলে ৪২ রান করে ফিরে যান তিনি। এছাড়া চেষ্টা করার মধ্যে ছিলেন কেবল রশিদ খান। তবুও শেষ রক্ষা হয়নি। তুষার দেশপন্ডের কাছে হার মেনে নেন তিনি।
আইপিএলের ষোলো বছরের ইতিহাসে দশমবার ফাইনাল খেলতে চলেছে “বুড়ো”- দের দল। মাঠে যখন হলুদ জার্সি পরা ছেলেগুলো আত্মহারা হয়ে ইতিউতি দৌড়ে বেড়ালো, উইকেটের পিছনে ধোনি ডানহাতের গ্লাভ্সটা খুলে স্টাম্প তুলে নিয়ে নিঃশব্দে এগিয়ে গেলেন। স্টাম্প হয়তে পেলেন ঠিকই, ট্রফি পাওয়া যে এখনো বাকি। হয়তো বা এই শেষ! শেষের পাতা যদি সোনায় মোড়া থাকে, থাকুক না। মন্দ কি!