এবারের কাতার বিশ্বকাপে ফ্রান্সকে পরাজিত করে বিশ্বকাপ জয় করেছে আর্জেন্টিনা। যেখানে সবচেয়ে সক্রিয় ভূমিকা পালন করেছিল আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্টিনেজ (Emiliano Martínez)। এবার তিনিই আসতে চলেছেন শহর কলকাতায়। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৪ঠা জুলাই শহরের অন্যতম প্রধান ক্লাব মোহনবাগানে (Mohun Bagan SG) আসবেন এমি।
তবে শহরের কোনো মাঠে খেলতে না নামলে ও ফুটবল বিজড়িত সমস্ত অনুষ্ঠানে থাকবেন এই আর্জেন্টাইন তারকা। সেকথা আগেই জানানো হয়েছিল ক্লাবের তরফ থেকে। সেই সমস্ত বিষয় সহ ক্লাবের উন্নতির মতো বিষয় গুলিকে মাথায় রেখে আজ কর্মসমিতির একটি বৈঠক ডাকা হয় মোহনবাগান তাঁবুতে। এবার সেখান থেকেই উঠে আসল নয়া তথ্য।
জানা গিয়েছে, মোহনবাগান ক্লাবে এসে নাকি কিংবদন্তি দুই ফুটবলার তথা পেলে ও মারাদোনার নামাঙ্কিত বিশেষ গেট উদ্বোধন করবেন এমি মার্টিনেজ। তবে সেখানেই শেষ নয়। ওইদিন সবুজ-মেরুন শিবিরের তরফ থেকে নাকি দশজন আজীবন সদস্যের হাতে তুলে দেওয়া হবে ক্লাবের কার্ড। যা নিঃসন্দেহে বিরাট বড় পদক্ষেপ। এছাড়াও ক্লাবের তরফ থেকে অঞ্জন মিত্রের নামাঙ্কিত একটি মিডিয়া সেন্টারের উল্লেখ করা হয় আজকের এই বৈঠকে।
শোনা যাচ্ছে, আগামী ২০ জুলাই প্রয়াত কর্তার জন্মদিন কে স্মরন করেই উদ্বোধন হবে এই নয়া মিডিয়া সেন্টার। এসবের পাশাপাশি আসন্ন ফ্রেন্ডশিপ কাপে অংশগ্রহণ ও দল গঠন সংক্রান্ত বিষয় নিয়ে ও আলোচনা করা হয়। তবে সেসবের থেকে ও বেশি এখন সকলের নজর এমি মার্টিনেজের ক্লাবে আসার দিকে।