মমতার (Mamata Banerjee) কেন্দ্রে দুর্গাপুজো (Durga Puja) করতে চায় বিজেপি। শনিবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠকেই এই বিষয়ে প্রস্তুতি শুরু করতে নির্দেশ দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার শারদোত্সবে ভবানীপুর বিধানসভায় মমতা-শুভেন্দু দ্বন্দ্ব দেখা যেতে পারে মনে করছে বিশেষজ্ঞরা।
ভবানীপুরে মমতা ছাড়াও বাস করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই এই বিধানসভায় তৃণমূল নেতৃত্বের প্রভাব যথেষ্টই। বৈঠকে উপস্থিত বিজেপি কর্মীদের থেকেই শুভেন্দু জানতে পারেন, ভবানীপুর বিধানসভার অন্তর্গত যে সব দুর্গাপুজো হয়, তাতে হয় তৃণমূলের নেতারা জড়িত, নয় তাতে জড়িত রয়েছেন মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যরা।
শুভেন্দু বলেন, যে সমস্ত বিধানসভায় বিজেপির সংগঠন দুর্বল, সেখানে বিজেপি কর্মীরাই দুর্গাপুজো করতে পারেন। সেক্ষেত্রে দল কর্মীদের সাহায্য করবে। ভবানীপুর বিধানসভার কর্মীরাও সম্মিলিত ভাবে দুর্গাপুজো করুন। তাতে যে সাহায্য লাগবে, তা করতে তাঁরা প্রস্তুত।
পুজো করতে গেলে প্রশাসনের সাহায্য ও অনুমতি দুইই প্রয়োজন হয়। শুভেন্দু জানান, কলকাতা শহরে এমন অনেক জায়গা রয়েছে, যা কেন্দ্রীয় সরকারের অধীন।
কেন্দ্রীয় সরকারের অনুমতি নিয়ে দুর্গাপুজোর আয়োজন করা যেতেই পারে। গ্রীষ্মের মরসুম থেকেই ভবানীপুরের বিজেপি নেতা-কর্মীরা তাঁদের শারদোত্সবের প্রস্তুতি শুরু করে দিয়েছেন বলেই সূত্রের খবর।