গত এপ্রিল মাসের শেষের দিকে পুরোনো কোচ কে বিদায় কার্লোস কুয়াদ্রাতের হাতে দলের দায়িত্ব দিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। সেই অনুসারে আগামী দুইটি মরশুমে লাল-হলুদে কোচিং করাবেন এই স্প্যানিশ কোচ। গত মরশুম পর্যন্ত ডেনমার্কের একটি ক্লাবে সহকারী কোচ হিসেবে দায়িত্ব সামলে ছিলেন তিনি। এবার ফের আসছেন ভারতে।
উল্লেখ্য, ভারতীয় ফুটবল লিগে যথেষ্ট সফল থেকেছেন কুয়াদ্রাত। বছর কয়েক আগে প্রথমবারের মতো ভারতে এসে বেঙ্গালুরু এফসির দায়িত্ব পেয়েছিলেন তিনি, প্রথম সহকারী হিসেবে ফেডারেশন কাপ জিতলে ও পরবর্তীকালে তার হাত ধরেই আইএসএল চ্যাম্পিয়ন হয় বেঙ্গালুরু এফসি। এবার ও ভারতে ফিরে ঠিক সেইরকম রেকর্ড ই বজায় রাখতে চান কুয়াদ্রাত।
সেইমতো অনেক আগে থেকেই দলের বিদেশি ফুটবলার নির্বাচনে যথেষ্ট সক্রিয় হয়ে ওঠেন তিনি। শোনা যায়, তার পছন্দ অনুসারেই নাকি হায়দরাবাদের তারকা ফুটবলার জাভির সিভেরিও ও বোরহা হেরেরার মতো খেলোয়াড়দের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করে ফেলে ইস্টবেঙ্গল। সেইসাথে অস্ট্রেলিয়ার এক লড়াকু ডিফেন্ডারের সঙ্গে ও নাকি কথাবার্তা শুরু করে ক্লাব। তবে সেখানেই শেষ নয়। দলের পারফরম্যান্সের উন্নতি করতে আরও একগুচ্ছ প্রস্তাব রাখলেন এই স্প্যানিশ কোচ।
বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, আগামী আইএসএল মরশুম শুরু করার আগে দল বেশ কিছুদিন স্পেনে অনুশীলন শিবির চালাতে চান কুয়াদ্রাত। এক্ষেত্রে তার পরিচিত বেশ কয়েকটি জনপ্রিয় ক্লাবের অ্যাকাডেমিতে কমপক্ষে তিনটি সপ্তাহ অনুশীলন চালাতে চান এই আইএসএল জয়ী কোচ। যা এক কথায় বিরাট প্রস্তাব। তবে সেখানেই শেষ নয়, সদ্য বিদেশে খেলে আসা ভারতের অনূর্ধ্ব ১৭ দলের ও বেশ কয়েকজন কে লাল-হলুদে আনার প্রস্তাব ও উঠে এসেছে তার কাছ থেকে। তবে সেগুলো আদৌ কতটা মানতে পারে ইমামি ম্যানেজমেন্ট এখন সেটাই দেখার।