Abhishek Banerjee : জেরা শেষে সিবিআই ছাড়ল অভিষেককে

সাড়ে নয় ঘণ্টা পর সিবিআই ছাড়ল অভিষেককে। ফের জেরার সম্ভাবনা আছে। (Abhishek Banerjee) নিয়োগ দুর্নীতির (Job Scam) তদন্তে সিবিআই (CBI) জেরার মুখোমুখি হন অভিষেক। তৃণমূল…

সাড়ে নয় ঘণ্টা পর সিবিআই ছাড়ল অভিষেককে। ফের জেরার সম্ভাবনা আছে। (Abhishek Banerjee)

নিয়োগ দুর্নীতির (Job Scam) তদন্তে সিবিআই (CBI) জেরার মুখোমুখি হন অভিষেক। তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদককে শনিবার সকাল ১১টার কিছু পর থেকে টানা তিন দফায় জেরা করে বয়ান নথিভুক্ত করা হয়। টানা ন ঘণ্টা পনের মিনিট জেরা চলে।

   

নিয়োগ দুর্নীতির তদন্তে তৃ়নমূলের বরখাস্ত নেতা কুন্তলের মুখে এসেছে অভিষেকের নাম। কুন্তল বলেছিল, তাকে দিয়ে অভিষেকের নাম বলানোর চাপ দেওয়া হচ্ছে। বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় তাঁর নির্দেশে উল্লেখ করেছিলেন, কুন্তল ঘোষের মুখোমুখি বসিয়ে অভিষেককে জেরা করা উচিত। সেই মামলা সুপ্রিম কোর্ট ঘুরে হাইকোর্টে ফিরে আসে। বেঞ্চ বদলে যায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। তিনি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায় বহাল রাখেন। আদালতের সময় নষ্ট করার জন্য অভিষেক ও কুন্তলকে ২৫ লক্ষ টাকা করে জরিমানা করেছে হাইকোর্ট।