হঠাৎ করে এলার সামনে চলে আসে একটি হাঙ্গর। একবার নয়, দু-দুবার কাছে চলে আসে ৬-ফুট লম্বা হিংস্র হাঙ্গরটি। কী করল ১৩ বছরের এলা রিড? এমনই রোমহর্ষক ঘটনার কথা শেয়ার করল ছোট্ট এলা। কী হয়েছিল সেদিন?
এলা ‘টুডে’ নামক শো-তে জানান এটি ফোর্ট ফ্লরিডা বিচের ঘটনা। ১১ ই মে, এলা তার বন্ধুদের সঙ্গে বিচে বসে সুন্দর সময় কাটাচ্ছিলেন। কিন্তু, কিছু বুঝে ওঠার আগেই, এলার খুবই কাছে চলে আসে একটি বিশাল বড় ‘বুল শার্ক।’ একবার নয়, দু-দুবার হাঙ্গরটি এলাকে আক্রমণ করার চেষ্টা করে।
ভয় না পেয়ে এলা সাহসিকতার সঙ্গে হাঙ্গরের সঙ্গে লড়াই করে যায়। হাঙ্গর তো হার মানবার নয়। হাঙ্গর আক্রমণের চেষ্টা করেই যায়। এর ফলে এলা তার হাতে এবং আঙ্গুলে চোট পায়। নিজের প্রাণ বাঁচাতে এবং অশেষ সাহসিকতার পরিচয় দেখিয়ে এলা হাঙ্গরের মুখে জোরে দেয় একটি ঘুসি। ব্যস! কেল্লাফতে! এলার গুঁতো খেয়ে ভয়ে হাঙ্গর বাবাজি দূরে পালিয়ে যায়।
কিন্তু ঘটনাটি এখানেই শেষ নয়। কিছুক্ষণ পর হাঙ্গরটি পুনরায় ফিরে আসে। এলা আবার বিপদে পড়ে যায়। হাঙ্গরটি যখন এলার চারপাশে সাঁতরাতে থাকে, এলা বিপদ বুঝে জোরে চিৎকার করতে থাকে। হাঙ্গরটি এলার শরীরের বিভিন্ন অঙ্গে কামড় বসায়। কিন্তু এলা তার লড়াই এক মুহূর্তের জন্যেও থামাইনি। তিনি শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যান!
অবশেষে, এলাকে উদ্ধার করা হয়। এই ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হওয়ার পর, এলার শরীরে ১৯ টি সেলাই পড়ে। এখন তিনি চিকিৎসাধিন এবং দ্রুত সেরে উঠছেন।
১৩ বছরের এলার সাহসিকতাকে কুর্নিশ।