ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী। এই হাঁসফাঁস গরম থেকে কি স্বস্তি মিলবে বঙ্গবাসীর? কালবৈশাখীর কোনও সম্ভাবনা আছে? কী বলছে আলিপুর আবহাওয়া অফিস?
আজ শুক্রবার উত্তর থেকে দক্ষিণ প্রায় সব জেলাতেই বিক্ষপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বিকেলের দিকে কালবৈশাখী ঝড় আসার সম্ভাবনাও রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আজ কলকাতাতে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। কলকাতা ও আশেপাশের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৮ ডিগ্রি নীচে। কলকাতায় আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে দক্ষিণবঙ্গে বজ্রপাত সহ মাঝারি বৃষ্টি হতে পারে। কিছু কিছু জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের ৮ জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আজ বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে জারি হয়েছে হলুদ সতর্কতা।