পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দফতরের ( West Bengal’s Food and Supply Department) অধীনে সাব-অর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিসেস দস্তরে সাব-ইন্সপেক্টর পদে ১ হাজার ছেলেমেয়ে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। ১০ মে পিএসসি তাদের বিজ্ঞপ্তিতে জানায়, ফুড সাব ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য আর কয়েক দিনের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য তাদের ওয়েবসাইটে দেওয়া হবে।
এই পদে আবেদনের জন্য বয়স কত লাগছে? কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন , মাসিক বেতন কত? সে বিষয়ে নিচে উল্লেখ করা হল…….
পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। কমপক্ষে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা এই পদে আবেদন করতে পারবেন। তপশিলিরা পাঁচ বছর, ওবিসিরা তিন বছর আর প্রাক্তন সহকর্মী ও সরকারি কর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবেন। গ্রামীন এলাকায় ঘোরাঘুরি করার জন্য আগ্রহী এমন প্রার্থীরা এই পদে আবেদন করতে পারেন। এবার কথা বলা যাক এই পদের মাসিক বেতন সম্পর্কে। এই পদে মূল মাইনে ৫৪০০ থেকে ২৫২০০ টাকা। এবং গ্রেডপে ২৬০০ টাকা।
প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। প্রার্থী বাছাই এর ক্ষেত্রে প্রথমে লিখিত পরীক্ষা হবে ১০০ নম্বরের। পরীক্ষায় প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েজ টাইপের। পরীক্ষায় জেনারেল স্টাডিস থাকবে ৫০ নম্বরের এবং অ্যারিথমেটিক থাকবে ৫০ নম্বরের। প্রশ্ন হবে সম্পূর্ণ বাংলায় ও সময় থাকবে দেড় ঘন্টা। পরীক্ষায় উত্তীর্ণ হলে পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে। পরীক্ষা হবে কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতে। এছাড়াও দার্জিলিং সদর, মিরিক, কার্শিয়াংয়েও পরীক্ষা হবে। এরপর চূড়ান্ত তালিকা তৈরির জন্য লিখিত পরীক্ষা ও ইন্টারভিউতে পাওয়া নম্বর দেখা হবে।
• কিভাবে আবেদন করবেন?
এই পদে আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে। আবেদনের করা যাবে, www.pscwbapplication.in অথবা www.pscwbonline.gov.in এই দুই ওয়েবসাইটে।
এই আবেদনের জন্য বৈধ একটি ইমেইল আইডি থাকা প্রয়োজন। এছাড়াও পাসপোর্ট সাইজের ফটো ও সিগনেচার জে.পি.ই.জি ফর্ম্যাটে ২০ থেকে ২৫ কেবির মধ্যে স্ক্যান করে নিতে হবে আবেদনকারীদের। প্রথমেই ওপরে দেওয়া ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করবেন। পরীক্ষার ফি বাবদ ১১০ টাকা দিতে হবে।
আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে তা জানতে নিয়মিত ওয়েবসাইটে চোখ রাখুন।