Covaxin: শেষ মুহূর্তে কোভ্যাকসিনকে অনুমোদন দিল না বিশ্ব স্বাস্থ্য সংস্থা

News Desk, New Delhi: আশা জাগিয়েও শেষ পর্যন্ত কোভ্যাকসিনকে (Covaxin ) ছাড়পত্র দিল না বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। বিশ্ব স্বাস্থ্য জানিয়েছে, কোভ্যাকসিনের বিষয়ে আরও…

Covaxin

News Desk, New Delhi: আশা জাগিয়েও শেষ পর্যন্ত কোভ্যাকসিনকে (Covaxin ) ছাড়পত্র দিল না বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। বিশ্ব স্বাস্থ্য জানিয়েছে, কোভ্যাকসিনের বিষয়ে আরও কিছু নিশ্চয়তা দরকার। যতক্ষণ না সেই নিশ্চয়তা মিলছে ততক্ষণ কোভ্যাকসিন ব্যবহারে ছাড়পত্র মিলবে না।

মঙ্গলবার হু-র এক আধিকারিকের কথায় অনেকেই আশার আলো দেখেছিলেন। জানা গিয়েছিল, সবকিছু ঠিকঠাক থাকলে ২৪ ঘন্টার মধ্যেই কোভ্যাকসিনকে অনুমোদন দেওয়া হবে। কিন্তু বুধবার সেই আশায় জল ঢেলে দিল হু। মঙ্গলবার হু-র এক বিশেষজ্ঞ দল কোভ্যাকসিনের কার্যকারিতা যাচাই করে দেখেন। কিন্তু ওই পরীক্ষায় তাঁরা সন্তুষ্ট হতে পারেননি। কোভ্যাকসিন নিয়ে আরও একটি পরীক্ষা বাকি রয়েছে। সেই চূড়ান্ত পরীক্ষায় যদি পাশ করতে পারে তবেই কোভ্যাকসিনকে ছাড়পত্র দেবে হু।

   

৩ নভেম্বর কোভ্যাকসিন নিয়ে সেই চূড়ান্ত পরীক্ষা হবে। ওইদিনই কোভ্যাকসিনের ভাগ্য নির্ধারণ হয়ে যাবে। অর্থাৎ সেদিনই জানা যাবে কোভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়া হবে কিনা। কোভ্যাকসিন যারা নিয়েছেন এদেশে তারা কোনও সমস্যায় পড়ছেন না এটা ঠিক। কিন্তু বিদেশযাত্রার ক্ষেত্রে তাঁরা প্রবল সমস্যায় পড়ছেন। হু-র অনুমতি না মেলায় যারা কোভ্যাকসিন নিয়েছেন তারা কোনওভাবেই বিদেশ যেতে পারবেন না।

হু-র অনুমোদন মিললে যারা কোভ্যাকসিন নিয়েছেন তাদের বিদেশযাত্রায় আর কোনও বাধা থাকবে না। কোভ্যাকসিন নির্মাণ করেছে ভারত বায়োটেক। এই সংস্থা দীর্ঘদিন ধরেই জরুরি ভিত্তিতে কোভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়ার জন্য হু-র কাছে আবেদন জানিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত ভারত বায়োটেকের তৈরি এই ভ্যাকসিনকে অনুমোদন দিল না হু। হু-র এদিনের সিদ্ধান্তে এদেশে যারা কোভ্যাকসিন নিয়েছেন তারা কিছুটা দ্বিধায় পড়েছেন।

অনেকেই প্রশ্ন তুলেছেন, যারা কোভ্যাকসিন নিয়েছেন তাদের দেহে কি তাহলে অ্যান্টিবডি তৈরি হয়নি? তাদের কি নতুন কোন ভ্যাকসিন নিতে হবে? হু যেখানে ছাড়পত্র দেয়নি সেখানে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া কিভাবে ছাড়পত্র দিল, তা নিয়েও কেউ কেউ প্রশ্ন তুলেছেন। সবচেয়ে বড় কথা অনেকেই মনে করছেন, কোভ্যাকসিনের কার্যকারিতা নেই। তাই এই ভ্যাকসিন নেওয়া আর না নেওয়ায় দুই সমান।

যদিও কোভ্যাকসিন নির্মাতা সংস্থা ভারত বায়োটেক জানিয়েছে, তাদের তৈরি ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে সন্দেহের কোনও অবকাশ নেই।