Facebook Blue Tick: বর্তমানে প্রযুক্তি আগে থেকে অনেক উন্নত হয়েছে বিশেষ করে যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রে এসেছে আমূল পরিবর্তন। সাম্প্রতিক সময়ে সাধারণ মানুষের বিনোদনের অন্যতম সঙ্গী হল ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং ইউটিউব এর মতো মাধ্যমগুলি, যা প্রযুক্তির এক অন্যতম উদাহরণ। বর্তমানে ফেসবুক অ্যাকাউন্ট নেই এই ধরনের মানুষ হয়তো খুব কমই রয়েছেন বিশেষ করে যাদের হাতে স্মার্টফোন রয়েছে তারা তো এই সামাজিক মাধ্যম ব্যবহার করেই থাকেন।
নিজের চেনা পরিচিত মানুষের সাথে কথা বলা থেকে শুরু করে বিভিন্ন দেশের মানুষের সাথে কথা বলা তাদের জীবনের বিভিন্ন মুহূর্ত জানা সবই সম্ভব ফেসবুকের সাহায্যে। সাম্প্রতিক সময়ে টুইটারের মতো ভেরিফাইড অপশন নিয়ে এসেছে ফেসবুক অর্থাৎ অ্যাকাউন্টে ব্লু টিক ব্যবহার করছে ফেসবুক কর্তৃপক্ষ। সাধারণত এই সমস্ত অ্যাকাউন্ট আমরা সকলেই নিরাপদ বলে ভাবি কিন্তু তা আদৌ নয় বলে জানাচ্ছে বিশেষজ্ঞরা। সম্প্রতি ঠিক সেরকমই একটি তথ্য উঠে এসেছে সামনে।
যেখানে দেখা গিয়েছে ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে সাধারণ মানুষের সমস্ত যাবতীয় তথ্য জেনে নেওয়া হয়েছিল যে অ্যাকাউন্টটি একেবারেই ভেরিফাইড নয় অর্থাৎ অ্যাকাউন্টটি পুরোপুরিভাবে ফেক। আরে এভাবেই দিনের পর দিন বাড়তে থাকছে সাইবার জালিয়াতির প্রতারণা চক্র। তবে ভেরিফাইড অ্যাকাউন্টে কিভাবে খোলা হয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। বিশেষজ্ঞদের মতে, সাইবার প্রতারকরা হয়তো ভেরিফাইড অ্যাকাউন্টটি হ্যাক করে নিজেদের কাজ করছেন।