প্রত্যেকের বাড়িতে কমবেশি টিকটিকির (Lizard) উপদ্রব লেগেই থাকে। বেশিরভাগ মানুষ বাড়ির দেওয়ালে টিকটিকি ঘোরাঘুরি করুক এটা সহ্যই করতে পারেন না। অনেকে আবার টিকটিকি দেখলেই তেড়ে যান মারতে। কিন্তু আপনারা কি জানেন ? এমন কিছু কাজ আছে যা করলে বাড়িতে আর একটিও টিকটিকি থাকবে না। কি সেই কাজ? চলুন জেনে নেওয়া যাক।
•কি করবেন?
১. প্রত্যেকেই আমরা কম বেশি ডিম খাই। বেশিরভাগ মানুষই জানে না, এই ডিমের খোসাই টিকটিকি তাড়ানোর মোক্ষম অস্ত্র হিসেবে কাজ করে। রান্নাঘরে কিংবা বাড়ির যে ঘরে টিকটিকি রয়েছে সেখানে এই ডিমের খোসা রেখে দিন। ব্যাস আর কিচ্ছু করতে হবে না আপনাকে। ডিমের খোসা দেখলেই এমনিতেই টিকটিকি ভয় পেয়ে আর আসবে না ।
২. রান্নার কাজে ব্যবহৃত হয় রসুন। এছাড়াও রোগ প্রতিরোধে রসুনের জুড়ি মেলা ভার। তবে আপনি কি জানেন, এই রসুনই পারে টিকটিকির উপদ্রব কমাতে। ঘরে এক কোয়া রসুন রেখে দিলে, টিকটিকি থেকে নিস্তার পাওয়া যাবে। কারণ রসুনের গন্ধ টিকটিকির একদমই অপছন্দের। এই গন্ধ পেলে আর তারা সে মুখো হবে না।
এছাড়াও টিকটিকির উপদ্রব কমাতে ব্যবহার করতে পারেন পেপার স্প্রে। এই পেপার স্প্রে টিকটিকি তাড়াতে দারুন কার্যকরী। এর মধ্যে থাকা এক ধরনের কেমিক্যাল এই প্রাণীটির জন্য বিপদজনক।