Pakistan: ‘ইমরান খান কো পাকড়া কিঁউ’ বলেই কমান্ডারের বাংলোয় হামলা, গণবিক্ষোভে কাঁপছে পাক সেনা

প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে (Imran Khan) একটি জমি সংক্রান্ত মামলায় আচমকা গ্রেফতার ও প্রকাশ্যে ধাক্কা দিয়ে ভ্যানে তোলার পর থেকে গণবিক্ষোভে গরম পাকিস্তান। বিক্ষোভকারী তেহরিক ই ইনসাফ সমর্থকদের হামলায় জ্বলতে শুরু করেছে (Pakistan) পাকিস্তান। প

Imran Khan's Latest Announcement Shakes Lahore and Islamabad - Top News

short-samachar

প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে (Imran Khan) একটি জমি সংক্রান্ত মামলায় আচমকা গ্রেফতার ও প্রকাশ্যে ধাক্কা দিয়ে ভ্যানে তোলার পর থেকে গণবিক্ষোভে গরম পাকিস্তান। বিক্ষোভকারী তেহরিক ই ইনসাফ সমর্থকদের হামলায় জ্বলতে শুরু করেছে (Pakistan) পাকিস্তান। পরিস্থিতি এমনই যে খোদ পাক সেনার সদর দফতরে হয়েছে হামলা। একের পর এক সেনা ছাউনিতে হামলা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে হামলাকারী জনতার সামনে গুটিয়ে গেছে সেনা।

   

পাকিস্তানের কুর্সিতে কে বসবে তারই নির্ধারক হয় সেনাবাহিনী। পাকিস্তান জন্মের পর থেকে এমনই ধারা চলেছে। সেনাবাহিনী বারবার পাক গণতন্ত্রকে হাস্যস্পদ করেছে। এবার সেই সেনা গণবিক্ষোভে কাঁপছে। কারণ রাওয়ালপিন্ডিতে দেশটির প্রধান সেনা কার্যালয় বিক্ষোভকারী ইমরান খানের সমর্থকরা হামলা চালানোর সময় সেনা অফিসাররা নিরাপদ দূরত্বে সরে যায়।

লাহোরে পাক সেনার কমান্ডারের বাংলোতে ঢুকে বিক্ষোভকারীরা ভাঙচুর করে। তাদের হুমকি, ইমরান খান কো পাকড়া কিঁউ ( কেন ইমরান খান কে গ্রেফতার করেছ?) ভাঙচুরের সময় পাক রক্ষীকে ঘিরে মারতে যান বিক্ষোভকারীরা। কোনওরকমে তাকে রক্ষা করেন আরও কয়েকজন।

Imran Khan's Latest Announcement Shakes Lahore and Islamabad - Top News

রাজধানী ইসলামাবাদ, পাঞ্জাব প্রদেশে জারি হয়েছে ১৪৪ ধারা। লন্ডনে পাকিস্তান হাইকমিশন ঘিরে চলছে প্রতিবাদ। দেশ ও দেশের বাইরে তুমুল বিক্ষোভে পাকিস্তান উত্তপ্ত।

গ্রেফতার হওয়ার ঠিক আগেই ইমরান খান ভিডিও বার্তায় গণবিক্ষোভের ডাক দেন। এর আগেও তাঁকে গ্রেফতার করতে গিয়ে লাহোরে প্রবল বাধার মুখে পড়েছিল পাক সেনা ও পুলিশ। ইমরান খানের বাড়ি ঘিরে তীব্র সংঘর্ষের পর রণে ভঙ্গ দিয়েছিল পাক সেনা। সেবার ছিল ইমরান খানের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নিজ নামে রাখার অভিযোগ (তোষাখানা মামলা)। মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টে জমি সংক্রান্ত একটি মামলায় হাজিরা দিতে গেছিলেন ইমরান খান। সেন কাদির ট্রাস্ট মামলায় আদালতের বাইরে ইমরান খানকে গ্রেফতার করা হয়েছে।ইসলামাবাদ পুলিশের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে একটি দুর্নীতি মামলার উল্লেখ করা হয়।

প্রকাশ্যে ইমরান খানকে ঘিরে নিয়ে ধাক্কা মারতে মারতে গাড়িতে তোলার ছবি দেখে পাকিস্তান জুড়ে শুরু হয় বিক্ষোভ।