গতকাল বাংলা থেকে দ্য কেরালা স্টোরিকে ব্যান করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ বক্তব্য ছিল, এখানে কোনও ঘৃণা চলবে না। কোনও রাজনৈতিক, জাতিগত ঘৃণাকে আমরা প্রোমোট করব না। কোর্ট যদি বলে তবে দেখা যাবে। মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে দ্য কাশ্মীর ফাইলস ছবিটির প্রসঙ্গ৷ যা নিয়ে গর্জে উঠলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)।
তিনি গতকাল ট্যুইট করে বলেন, আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় আমার সম্পর্কেই কথা বলছেন৷ হ্যাঁ ঠিক কথাই। আমি দিন কয়েক আগে বাংলায় এসেছিলাম। গোপাল পাঁঠা ও খিলাফত দ্বারা সংঘঠিত যে গণহত্যা হয়েছিল সেই সম্পর্কিত সাক্ষাৎকার নিতে। আপনি কেন এত ভয় পাচ্ছেন?
বিবেকের প্রশ্ন, কিসের ভিত্তিতে আপনি বলছেন ‘দ্য কাশ্মীর ফাইলস্’ ছবিতে সেখানকার মানুষদের ছোট দেখানো হয়েছে? এই ছবি কোনও একটি রাজনৈতিক দলের মদতে পুষ্ট— এমন তথ্যই বা পেলেন কোথা থেকে? এ বার আমি যদি একটি মানহানির মামলা করি আপনার বিরুদ্ধে তা হলে কেমন হয়? এরপরেই তিনি বলেন, ছবিটির নাম দিল্লি ফাইলস। আমাকে কেউ চুপ করাতে পারবে না।
VERY IMPORTANT:
In this video, I guess, @MamataOfficial didi is talking about me. Yes, I came to Bengal to interview survivors of Direct Action Day genocide instigated by Khilafat. And the role of Gopal Patha. Why are you scared? #TheKashmirFiles was about Genocide and… pic.twitter.com/x7OcaQ4A4k
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) May 8, 2023
পাশাপাশি দ্য কেরালা স্টোরি ব্যান নিয়ে সরব হলেন অভিনেতা অনুপম খের। তিনি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে জানিয়েছেন, প্রতি বার এই একই মুখগুলো এই ধরনের ছবির সমালোচনা করেন, এবং এঁদের সর্বত্র দেখতে পাওয়া যায়। সিএএ বিরোধী মিছিল থেকে জেএনইউয়ের প্রতিবাদ, বা শাহীন বাগের আন্দোলন যাই হোক না কেন। তাঁরা ‘দ্য কাশ্মীর ফাইল্স’-এরও বিরোধিতা করেছিলেন। আমি জানি না, এর পিছনে উদ্দেশ্য কী, আর আমি বিশেষ গুরুত্বও দিই না। এরা এখন অপ্রাসঙ্গিক হয়ে গেছে।