২০২৩ আইপিএল-এ (IPL 2023) এখনও পর্যন্ত ৫২টি ম্যাচ হয়েছে। আজ ৫৩ তম ম্যাচের লড়াইটা হবে কলকাতা নাইট রাইডার্স এর সাথে পাঞ্জাব কিংসের। আজ কেকেআরের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে হবে এই দুই প্রতিপক্ষ দলের খেলা। এই মুহূর্তে পয়েন্ট টেবলে আট নম্বরে রয়েছে শাহরুখ খানের দল। তবে কলকাতার শেষ ম্যাচটা হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে। কলকাতা সেই রুদ্ধশ্বাস ম্যাচে হায়দ্রাবাদ কে হারিয়ে জয়ের অক্সিজেন সঞ্চয় করেছে।অন্যদিকে পঞ্জাব কিংসকে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে শেষ ম্যাচে হারতে হয়েছে৷ কেমন হতে চলেছে আজকের ম্যাচ?
এখনও পর্যন্ত পাঞ্জাব কিংস ও কলকাতা নাইট রাইডার্স ৩১ বার মুখোমুখি হয়েছে। এই মুখোমুখি লড়াইয়ে বেশিরভাগ জয় এসেছে কলকাতার ঝুলিতে। ৩১-র মধ্যে ২০বার জিতেছে কলকাতা৷ অন্যদিকে পঞ্জাব কিংস মাত্র ১১ বার জিতেছে৷ তবে এ বছর আইপিএলে কেকেআর বনাম পঞ্জাব কিংসের প্রথম পর্বের ম্যাচে পঞ্জাবই শেষ হাসি হেসেছিল। তারা মাত্র ৭ রানে কলকাতাকে পরাজিত করে।
চলুন এক নজরে দেখে নেওয়া যাক দুই প্রতিপক্ষ দলের সম্ভাব্য একাদশ।
আজকের দুই প্রতিপক্ষ দলের সম্ভাব্য ১১
কেকেআর: আজকের ম্যাচে যাদের দেখা যেতে পারে , তারা হলেন জেসন রয়, রহমানুল্লহা গুরবাজ, ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, হর্ষিত রাণা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী৷
পাঞ্জাব কিংস: প্রভসিমরণ সিং, শিখর ধাওয়ান (অধিনায়ক), ম্যাথু শর্ট, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা, স্যাম কারান, শাহরুখ খান, হরপ্রীত বর্রার, রাহুল চাহার, এছাড়াও অর্শদীপ সিং ও ন্যাথান এলিসদেরও আজকের ম্যাচে দেখা যেতে পারে।
পয়েন্টস টেবেলের দিকে লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে পঞ্জাব কিংস কেকেআরের থেকে ওপরে রয়েছে৷ তারা ১০টি ম্যাচের মধ্যে ৫ টি তে জিতে সপ্তম স্থান অধিকার করেছে। অপরদিকে কেকেআর ১০ টি ম্যাচের মধ্যে ৪ টি জিতে অষ্টম স্থানে রয়েছে। পয়েন্টের দিক থেকে পাঞ্জাব ১০ আর কেকেআর ৮ । তবে আজকের ম্যাচ জিততে পারলে কেকেআরের ঝুলিতে পয়েন্ট যোগ হবে। কাজেই আজকের ম্যাচ নিয়ে যথেষ্ট উত্তেজনায় রয়েছে দুই প্রতিপক্ষ দলের সমর্থকরা।