নিয়োগ দুর্নীতি (Recruitment Corruption) মামলায় জেরা করতে সিবিআই ডাকতে পারে তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এমনই সম্ভাবনা উসকে উঠল।
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চাইলে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই এমনটাই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে অভিষেক উপস্থিত হতেই মামলা সরে যায় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। সোমবার সেই মামলার শুনানিতে বিচারপতির প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তদন্তে সহযোগিতা করতে সমস্যা কোথায়? সিবিআই চাইলেই যে কাউকে জিজ্ঞাসাবাদ করতে পারে। এতে অবসুবিধা কোথায়?
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল করেন আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায়। তিনি বলে, এই মামলায় তাঁর মক্কেলকে পক্ষ করা হয়নি। শুধুমাত্র পর্যবেক্ষণে রাখা হয়েছে।তার ভিত্তিতে কীভাবে জেরা করা হবে? বিচারপতির প্রশ্ন, আপনার কিছু আশঙ্কা রয়েছে? তদন্তে সমস্যা কোথায়?
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই জিজ্ঞাসাবাদ করবে কি না, তা স্পষ্ট হবে আগামী ১২ তারিখ। সেদিন মামলার পরবর্তী শুনানি রয়েছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে।