মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দীর্ঘ সময়ের ছায়াসঙ্গী থাকার পরেও বিধানসভা নির্বাচনে পাননি টিকিট। এখন বিজেপির প্রাথমিক সদস্য।
শুক্রবার রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে তাঁর সাক্ষাত জল্পনা বাড়িয়ে তোলে। এরই মধ্যে সোনালী গুহ (Sonali Guha) জানালেন, বিজেপির হয়ে কাজ করতে চান। একইসঙ্গে তৃণমূলকে চোর বলেও আখ্যা দেন তিনি।
সোনালী বলেন, তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে চোর। আমি নিজেকে চোর প্রতিপন্ন করতে চাই না৷ আমার গায়ে দুর্নীতির কোনও গন্ধ নেই। এটা আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই। সবাই জানে আমি কি রকম বাড়িতে থাকি৷ আমি কোনও কষ্ট নিয়ে বিজেপিতে যাইনি। তৃণমূল আমি ছেড়ে দিয়েছি। বিজেপিটা আমি করব। একইসঙ্গে তিনি জানালেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা চিনতাম, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই মমতার বিস্তর ফারাক।
একইসঙ্গে তিনি জানালেন, একজন ডেপুটি স্পিকার পদে রয়েছেন, তাঁকে বগটুই গ্রামে ঢুকতে দেওয়া হয়নি। আমি প্রাক্তন ডেপুটি স্পিকার হিসেবে সেখানে যাবো। মুখ্যমন্ত্রী বলেছেন, বগটুইকে মডেল গ্রাম করবেন৷ সেটা উনি করতেই পারেন। কিন্তু আমি তাঁদের বাড়িতে যাবো, যারা স্বজনহারা হয়েছেন।
সাতগাছিয়ার চারবারের বিধায়ক থাকার পর টিকিট দেয়নি দল। এর জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুললেন তিনি৷ জানিয়েছেন, অভিষেকের জন্মবৃত্তান্ত ফাঁস করবেন৷ যা নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গেছে।