এবারের আইএসএল মরশুমে একেবারে হতশ্রী পারফরম্যান্স করেছে লাল-হলুদ (East Bengal) শিবির। প্রথম দিকে দল কিছুটা ছন্দে থাকলেও ম্যাচ যত এগিয়েছে ততই নাস্তানাবুদ হতে হয়েছে ক্লেটনদেরকে। ফলে লিগ টেবিলের তলানিতে থেকেই নিজেদের অভিযান শেষ করেছে ইস্টবেঙ্গল।
পাশাপাশি সুপার কাপে ও খুব একটা আহামরি পারফরম্যান্স থাকেনি দলের। তবে সেইসব নিয়ে আর মাথা ঘামাতে চাননা ক্লাব কর্তারা। বরং আগামী ফুটবল মরশুমে ভালো রেজাল্ট করে খুব তাড়াতাড়ি প্রি-সিজেন শুরু করতে চান তারা। সেইমতো গতমাসের শেষের দিকে নিজেদের নতুন কোচের নাম ঘোষনা করে ময়দানের এই প্রধান। তারপর থেকেই শুরু হয়ে যায় দল গঠনের অধ্যায়।
এই নিয়েই এবার সাংবাদিকদের মুখোমুখি হলেন ইমামি ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার (Debabrata ‘Nitu’ Sarkar)। দল গঠন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, দলটা এবার নতুন কোচ ও কোম্পানির লোকের মিলেই করছেন। এক্ষেত্রে কাদের কে নেওয়া কিংবা কোথায় কোথায় যেতে হবে সমস্ত কিছু তারাই ঠিক করছেন।
তবে প্রয়োজনে আমাদের অর্থাৎ ক্লাব কর্তাদের থেকে পরামর্শ ও নিয়ে যাচ্ছেন। এছাড়াও তিনি বলেন, এই টুর্নামেন্টে খেলতে গেলে পয়সাটাই সব। এক্ষেত্রে কোম্পানি যেমন পয়সা ঢালবে ঠিক তেমনই দল গঠন হবে।
উল্লেখ্য, শেষ আইএসএলে দলের খারাপ পারফরম্যান্সের ক্ষেত্রে বাজেট কেই বড় ইস্যু হিসেবে দেখা হয়েছিল। তাই আগামী মরশুমের জন্য বাজেট বাড়ানোর কথা লগ্নিকারী সংস্থা কে জানিয়েছিলেন ক্লাব কর্তারা। এই নিয়ে গত ফেব্রুয়ারি মাস থেকে একাধিকবার বৈঠক চলে উভয় কর্তাদের মধ্যে। শেষ পর্যন্ত দলের বাজেট বাড়ানোর ক্ষেত্রে ইমামির তরফ থেকে সম্মতি আসলেও তাদের সুবিধার্থে কো স্পনসর খোঁজার পরিকল্পনা ও করা হয় ক্লাবের সাবেক কর্তাদের তরফে। শেষ পর্যন্ত তা আদৌ কতটা কার্যকরী হয় এখন সেটাই দেখার।