লোকসভা নির্বাচনে (Lok Sabha Elections) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারকে ক্ষমতা থেকে সরাতে জোট দরকার বলে মনে করছেন বিরোধী দলের নেতার। ইতিমধ্যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন নীতীশ কুমার। নীতীশের সঙ্গী ছিল আরজেডি নেতা তথা তেজস্বী যাদব।
বিরোধী জোট মজবুত করতে নীতীশ কুমারকে বৈঠক আয়োজন করতে পরামর্শ দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, মে মাসের তৃতীয় সপ্তাহে পটনাতে বিরোধীদের বৈঠক হতে পারে। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বিভিন্ন রাজ্যে গিয়ে দেখা করেছেন বিরোধী দলের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে।
সূত্র খবর অনুযায়ী, কর্নাটকে বিধানসভা ভোট মিটলেই হতে পারে দেশের বিরোধী নেতাদের বৈঠক। পটনায় ওই বৈঠক হতে পারে ১৭ বা ১৮ মে। সেই বৈঠকে উপস্থিত থাকতে পারেন এনসিপি প্রধানের পদ থেকে ইস্তফা দেওয়া শরদ পাওয়ার এবং উদ্ধব ঠাকরে। জেডিইউ নেতা দেবেশ চন্দ্র ঠাকুর মহারাষ্ট্রের এই দুই নেতার সঙ্গে ইতিমধ্যে দেখা করেছেন।
কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়্গে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল বা তাঁর প্রতিনিধি, বামনেতা সীতারাম ইয়েচুরি ও ডি রাজাও উপস্থিত থাকতে পারেন ওই বৈঠকে। বিরোধী বৈঠকে উপস্থিত থাকতে পারেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।