East Bengal: জাতীয় লিগে জয়ের হ্যাট্রিক ইস্টবেঙ্গল মহিলা দলের, জোড়া গোল রিম্পার

এবার জয়ের হ্যাট্রিক ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal) মহিলা দলের। পূর্ব নির্ধারিত সূচি অনুসারে আজ জাতীয় লিগের ম্যাচে মুম্বাই নাইটসের মুখোমুখি হয়েছিল লাল-হলুদ।

East Bengal women win hat-trick of matches in National League with double-digit goal tally

এবার জয়ের হ্যাট্রিক ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal) মহিলা দলের। পূর্ব নির্ধারিত সূচি অনুসারে আজ জাতীয় লিগের ম্যাচে মুম্বাই নাইটসের মুখোমুখি হয়েছিল লাল-হলুদ। নির্ধারিত সময়ের পরিপ্রেক্ষিতে ৪-২ গোলে সেই ম্যাচ জিতে নেয় কলকাতার এই প্রধান। লাল-হলুদ জার্সিতে জোড়া গোল করেন রিম্পা হালদার। পাশাপাশি আরো দুটি গোল করেন মৌসুমি মুর্মু ও তুলসী হেমব্রম। অপরদিকে মুম্বাই নাইটসের হয়ে দুটি গোল করেন প্রীয়াঙ্কা ও নম্রতা।

Advertisements

গত দুই ম্যাচে জয়ে থাকার দরুন আজ অনেকটাই বাড়তি আত্মবিশ্বাসের সাথে ম্যাচ শুরু করেছিল সুজাতা করের মেয়েরা। সুযোগ মতো দুই উইং কে ব্যবহার করে বারংবার আক্রমণে উঠে আসতে শুরু করে ইস্টবেঙ্গলের ফুটবলাররা। ম্যাচের ঠিক ৩০ মিনিটের মাথায় এভাবেই প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দেন লাল-হলুদের রিম্পা। এরপর থেকে আরো ঝাঁঝালো হতে থাকে দলের আক্রমণ। যারফলে, ৩৪ মিনিটের মাথায় মুম্বাই ডিফেন্ডারদের পরাজিত করে দ্বিতীয় গোল করে যান তুলসী হেমব্রম। তারপর প্রথমার্ধের একেবারে শেষের দিকে ৪৪ মিনিটের মাথায় দলের ব্যবধান বাড়ান মৌসুমী মুর্মু।

   

Advertisements

যারফলে, প্রথমার্ধের শেষে ৩-০ গোলের ব্যবধানে এগিয়ে থাকে ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধের শুরু থেকে মুম্বাই নাইটসের ফুটবলাররা আক্রমণে উঠে দলের ব্যবধান কমানোর চেষ্টা করলে ঠিক ৫৫ মিনিটের মাথায় প্রতি আক্রমণে উঠে পুনরায় গোল করে আসেন দলের ভরসাযোগ্য ফুটবলার রিম্পা হালদার। যারফলে, ৪-০ গোলে এগিয়ে যায় লাল-হলুদ কন্যারা। তবে আক্রমণ থামায়নি মুম্বাই। ৬৫ ও ৮৩ মিনিটের মাথায় প্রতিপক্ষের হয়ে ব্যবধান কমান প্রীয়াঙ্কা ও নম্রতা। শেষ পর্যন্ত ৪-২ গোলে ম্যাচ জিতে নেয় ইস্টবেঙ্গল ক্লাব।