এবার জয়ের ধারা অব্যাহত সবুজ-মেরুন (ATK Mohun Bagan) শিবিরে। আজ রিলায়েন্স ডেভলপমেন্ট লিগের জাতীয় পর্বের তৃতীয় ম্যাচে শিলং লাজং এফসির মুখোমুখি হয়েছিল এটিকে মোহনবাগান। তবে নির্ধারিত সময়ের শেষে ৪-০ গোলে ম্যাচ জিতে নেয় মেরিনার্সরা। সবুজ-মেরুনের হয়ে জোড়া গোল করেন টাইসন।
পাশাপাশি আরও দুটি গোল করেন নাওরেম। পূর্বে দুটি ম্যাচ জিতে থাকার সুবাদে গ্রুপের শীর্ষস্থান আগেই দখল করে রেখেছিল বাগান শিবির। তবে আজকের ম্যাচে জয় পাওয়ার সুবাদে গ্রুপের শীর্ষস্থান পাকা হয়ে গেল তাদের জন্য।
এই জাতীয় পর্বে এসে অতিসহজ ভাবেই দুই ম্যাচ জিতে নিয়েছিল কিয়ানরা। যারফলে, আজ ম্যাচের শুরু থেকেই বাড়তি আত্মবিশ্বাসী থেকেছে দলের ফুটবলাররা। সেই আত্মবিশ্বাস থেকেই ম্যাচের একেবারে শুরুতে গোল করে দল কে এগিয়ে দেয় টাইসন। এতে ১-০ ব্যবধানে এগিয়ে থাকে দল। তারপর প্রথমার্ধ শেষ হওয়ার কিছু সময় আগে জোড়া গোল করে বসেন নাওরেম। যারফলে, প্রথমার্ধে ৩-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় পালতোলা নৌকা।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে লাজং ফুটবলাররা আক্রমণের ধার বাড়ালে ও গোলের মুখ খুলতে ব্যর্থ থাকে সকলে। অপরদিকে প্রতি আক্রমণে উঠে ফের লাজং এফসির জালে বল জড়িয়ে আসেন টাইসন। যারফলে, আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি তাদের। নির্ধারিত সময়ের শেষে সেই ৪-০ গোলে ম্যাচ জিতেই পরের রাউন্ডে চলে যায় বাগান ব্রিগেড। পাশাপাশি, নেক্সট জেনারেশন কাপে খেলার ছাড়পত্র ও উঠে আসে তাদের কাছে। উল্লেখ্য, এই জাতীয় পর্বে এসে প্রতিটি গ্রুপের শীর্ষস্থানে থাকা দলগুলিকে নেক্সট জেনারেশন কাপ খেলার সুযোগ দেওয়া হয়। এবার সেই সুযোগ পেল সবুজ-মেরুন।