বিলাসবহুল বাড়ির ভিতর কী চসছে? বাইরে তৃণমূল সমর্থকরা মুখ চুন করে দাঁড়িয়ে আছেন। মনে ভয় কী জানি কী হয়। সেই কোন সকাল থেকে ইডি তল্লাশি চলছে। গৃহবন্দি রায়গঞ্জের (Raiganj) বিধায়ক কৃষ্ণকল্যাণী (Krishna Kalyani)। তিনি বর্তমানে বিধানসভার অতি গুরুত্বপূর্ণ পিএসি পদের চেয়ারম্যান। পাবলিক অ্যাকাউন্টস কমিটি (PAC) অর্থাত সরকারি আয় ব্যায়ের হিসাব রাখার যাবতীয় নথি যে দফতরে থাকে তারই চেয়ারম্যান কৃষ্ণকল্যাণীর রায়গঞ্জের বাড়ি সহ একাধিক বাড়িতে ঢুকেছে (ED)ইডি।
কৃষ্ণকল্যাণীর আপ্তসহায়ক বলেন, হঠাৎ চলে আসে ইডি। প্রত্যেকের মোবাইল নিয়ে নেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। রায়গঞ্জের বিধায়কের কল্যাণী সলভেক্স সংস্থার আর্থিক লেনদেনে ইডির নজর। ওই কোম্পানির মাধ্যমে বেশ কয়েক কোটি টাকা পাচার হয়েছে বলে অভিযোগ। ইডি নথি চেয়েছিল। তবে নথিতে সন্তুষ্ট হয়নি। তাই অভিযান চলছে।
বিজেপির টিকিটে ভোট জিতলেও পরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন কৃষ্ণকল্যাণী। এদিন রায়গঞ্জ, শিলিগুড়ি ও কলকাতায় থাকা কৃষ্ণকল্যাণীর অফিসেও হানা দিয়েছে আয়কর দফতর।
কৃষ্ণকল্যাণীর একাধিক সংস্থা রয়েছে। এর মধ্যে কল্যাণী সলভেক্স সংস্থার লেনদেন নিয়ে আগেই সন্দেহ প্রকাশ করেছে ইডি। রায়গঞ্জে কৃষ্ণকল্যাণীর শপিং মল নির্মাণকারী সংস্থার দফতরেও আয়কর তল্লাশি চলছে।কৃষ্ণকল্যানীর হিসাবরক্ষকের বাড়িতেও চলছে তল্লাশি। বিধায়কের ব্যবসায়িক পার্টনারদের বাড়িতেও চলছে অভিযান।