Dilip Ghosh Criticizes: মুখ্যমন্ত্রী মমতার উত্তরবঙ্গ সফর প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ ঘোষ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ট্রেনে চেপে উত্তরবঙ্গ (North Bengal) সফর নিয়ে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

Dilip Ghosh addressing a political rally

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ট্রেনে চেপে উত্তরবঙ্গ (North Bengal) সফর নিয়ে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বুধবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে আসেন তিনি এবং সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের শাসক দল ও মুখ্যমন্ত্রীকে একাধিক ইস্যুতে নিশানা করেন তিনি।

মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরকে কটাক্ষ করে তিনি বলেন, “উত্তর বাংলায় এবং জঙ্গলমহলে টিএমসিটা কোথায় আছে, এটা খোঁজার জন্য বারে বারে যাচ্ছে।’ তার কথায়, “কোথায় নদীয়া মুর্শিদাবাদ এখানে যাচ্ছে না! জানে এখানে মারপিট করে জিতে নেব, কিন্তু উত্তর আর দক্ষিণে টিএমসি উপড়ে গেছে; মোটামুটি ওখানে লোক ঠিক করেছে টিএমসিকে আর একটা সিটও দেবে না। তাই বারবার চেষ্টা হচ্ছে।”

   

মুখ্যমন্ত্রীর ট্রেন সফর বিরল- এই প্রসঙ্গে দিলীপ ঘোষের কটাক্ষ, “ধীরে ধীরে নিচে আসছেন, হেলিকপ্টার থেকে ট্রেনে নেমেছেন। এরপর বাসে করে যাবেন, পরিস্থিতি দেখুন না। সব সময়ে হয়।”

একের পর এক ইস্যুতে বাংলার শাসক দলকে আক্রমণ শানাতে থাকেন দিলীপ ঘোষ। বিরোধী ঐক্যে শান মমতার, প্রসঙ্গে দিলীপ বলেন, “উনি এখান থেকে বার্তা দিচ্ছেন। একবার ওখানে গিয়ে দেখুন কি অবস্থা। কাল সবচেয়ে বড় নেতা শরদ পাওয়ারের উইকেট পড়ে গেছে।

উনি স্বপ্ন দেখছেন, আর পায়ের তলায় মাটি নেই। এমন লোকও প্রধানমন্ত্রী হতে চাইছে, যার হাতে একটাও সাংসদ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন, বেশি লাফালাফি করলে গত লোকসভায় এক ডজন কমে গেছে, এবার আরও এক ডজন কমবে।”