আম জনতার ‘ভগবান’ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের আবক্ষ মূর্তি ‘রবীন্দ্র-রাজ্যে’

নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক চাঞ্চল্যকর রায় ঘোষণা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের হাতেই। সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে চর্চিত নাম বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay) । এবার

Abhijit Gangopadhyay

নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক চাঞ্চল্যকর রায় ঘোষণা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের হাতেই। সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে চর্চিত নাম বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay) । এবার তাঁর আবক্ষ মূর্তি তৈরি হল বোলপুরে। গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে ভাস্কর্য কর্মশালায় শিল্পীর হাতের জাদুতে তৈরি হল বিচারপতির মূর্তি।

বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে তিনদিনের কর্মশালায় প্রখ্যাত ভাস্কর শিল্পীদের সমাবেশ। জীবন্ত মডেলকে সামনে বসিয়ে জোরকদমে চলছে মূর্তি তৈরির কাজ। সেখানেই গড়ে উঠল কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মূর্তি। নিজে সশরীরে সেখানে উপস্থিত নন বিচারপতি। ছবি দেখেই মূর্তি গড়েছেন ভাস্কর ভীম পাল।

কেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আবক্ষ মূর্তি তৈরির সিদ্ধান্ত নিলেন ভীম পাল ! তিনি জানান, বর্তমান সময়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে আলোাচনা চলছে সর্বত্র, তাই তাঁর মূর্তি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়।

ভাস্কর ঝুলন মেহেতরী জানান, নিয়োগ দুর্নীতি মামলায় এখনও পর্যন্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা নির্দেশ দিয়েছেন, তা মাইলস্টোন। তাই তাঁর কাজকে সম্মান জানাতে মূর্তি তৈরির সিদ্ধান্ত। এখন মাটি দিয়ে বিচারপতির আবক্ষ মূর্তি তৈরি করা হয়েছে ঠিক। তবে ভবিষ্যতে ব্রোঞ্জ অথবা ফাইবারের মূর্তি তৈরির পরিকল্পনা রয়েছে বলেও জানান ভাস্কর।