তৃণমূলের নবজোয়ার নামে রাজ্য সফরে (Sangyog Yatra) বেরিয়েছেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ প্রথম দিনে কোচবিহার জেলায় চরম বিশৃঙ্খলা দেখা গিয়েছিল৷ এখন জেলা বদলাতেই জলপাইগুড়িতে (Jalpaiguri) একই ছবি৷ ব্যালট পেপার কাড়াকাড়ি নিয়ে শনিবার উত্তাল রাজগঞ্জ।
তৃণমূল কর্মীদের অভিযোগ, ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে৷ ব্যালট পেপার ছিঁড়ে দেওয়া হচ্ছে৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ ছাড়তেই কার্যত ধুন্ধুমার পরিস্থিতি। যা নিয়ে ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে রাজ্য রাজনীতি৷ এটাই পঞ্চায়েত নির্বাচনের আগে ওয়ার্মআপ৷ কটাক্ষ করছেন বিরোধী দলের নেতারা৷
২০১৮ সালের নির্বাচনের কলঙ্ক ঘোচাতে ও এবারের পঞ্চায়েত নির্বাচনে মানুষের দ্বারা প্রার্থী বাছাইয়ের জন্য তৃণমূলে নবজোয়ার কর্মসূচি শুরু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ ২৫ তারিখ থেকে শুরু হয়েছে সেই কর্মসূচি। কিন্তু প্রথম দিনেই প্রশ্নের মুখে তৃণমূলের এই কর্মসূচি৷ গোপন ব্যালট বক্সের কর্মসূচি কী বিফলে?
প্রথম দিনেই কোচবিহারের গোঁসানিমারি ও সাহেবগঞ্জের পর মাথাভাঙাতেও একই পরিস্থিতি হয়ে ওঠে। সেখানেও ব্যালট বক্স ভেঙে ফেলার অভিযোগ ওঠে। যা দেখে বিরক্ত হন অভিষেক৷ পরে ফোন নম্বরের মাধ্যমেও প্রার্থী বাছাইয়ের সুচনা করেছিলেন৷ সেটাও ভেস্তে গেল৷ শনিবার জলপাইগুড়ির রাজগঞ্জের ছবি প্রশ্ন তুলছে শাসক দলের দিকেই৷
এই সংবাদটি সবেমাত্র এসেছে এবং আপনি এটি kolkata24x7.in এ পড়ছেন। যেমন তথ্য প্রাপ্ত হচ্ছে, আমরা এটি আপডেট করছি। আরও ভাল অভিজ্ঞতার জন্য আপনি এই সংবাদটি রিফ্রেশ করুন, যাতে আপনি অবিলম্বে সমস্ত আপডেটগুলি পেতে পারেন। আমাদের সাথে থাকুন এবং প্রতিটি সঠিক সংবাদ পান প্রথমে কেবল kolkata24x7.in এ