সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে অভিযোগের তদন্ত হয়। তদন্তের পর এপ্রিলের প্রথম সপ্তাহে নিজেদের রিপোর্ট জমা দিয়েছে কমিটি। এই কমিটির নেতৃত্বে ছিলেন বক্সার মেরি কম ও ছয় সদস্য।
কিন্তু সরকার এখনও সেই রিপোর্ট প্রকাশ্যে আনেনি। আবার, দিল্লী পুলিশ ব্রিজভূষণের বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবি নাকচ করে দিয়েছিল। আর তাই যন্তর মন্তরে ফের ধর্না শুরু করেছেন দেশের কুস্তিগিররা।
তাঁদের সেই আন্দোলন দিন দিন বেড়েই চলেছে। ক্রীড়া জগতের বিভিন্ন ক্ষেত্র থেকে সমর্থন পাচ্ছেন বজরং পুনিয়া, বিনেশ ফোগট, সাক্ষী মালিকরা।
এর মধ্যেই দিল্লী পুলিশ যন্তর মন্তরে বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বজরং। এতে তাঁদের ধর্না বন্ধ করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
একটি ভিডিয়ো বার্তায় টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী বজরং অভিযোগ করে বলেছেন, ‘দিল্লী পুলিশ যন্তর মন্তরে বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। চারিদিকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। খাবার, জল ঢুকতে দেওয়া হচ্ছে না।’
অভিযোগের পাশাপাশি আরও কড়া আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বজরং বলেছেন, ‘এভাবে আমাদের থামানো যাবে না। আন্দোলন আরও বাড়বে। ব্রিজ ভূষণ শরন সিংহ গ্রেফতার না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।’