Kolkata: যানযট এড়াতে স্মার্ট সিটি নিউটাউনে চলবে মনোরোল

কলকাতার উপনগরী (Kolkata) নিউটাউনে চলবে মনোরোল। অত্যাধুনিক স্মার্ট সিটির মুকুটে যুক্ত হবে নয়া পালক, উদ্যোগ HIDCO-র। জানা গেছে, নিউটাউনে যানজটের সমস্যা মেটাতে মনোরেল তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে।

Kolkata Monorail - A futuristic mode of transportation in the city

কলকাতার উপনগরী (Kolkata) নিউটাউনে চলবে মনোরোল। অত্যাধুনিক স্মার্ট সিটির মুকুটে যুক্ত হবে নয়া পালক, উদ্যোগ HIDCO-র। জানা গেছে, নিউটাউনে যানজটের সমস্যা মেটাতে মনোরেল তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে।

ব্যস্ত সময় রাজারহাট-নিউটাউনে ট্রাফিকের চাপ মুক্তি করতে এই অভিনব উদ্যোগ নিচ্ছে হিডকো। HIDCO সূত্রে জানা গিয়েছে, স্মার্ট সিটি নিউটাউনে এবার গড়ে উঠতে পারে লাইট রেল ট্রানসিট সিস্টেম। যা, অনেকটা মনোরেলের মতোই।

নিউটাউন অ্যাকশন এরিয়া-৩ থেকে বিশ্ব বাংলা গেট ক্রসিং পর্যন্ত এই মনোরেল চালানোর প্রস্তাব দিয়েছে হিডকো। শুধু তাই নয়, নিউটাউনের এই মনোরেল যুক্ত হতে পারে কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন অর্থাত্‍ ইস্ট-ওয়েস্টের সল্টলেক রুটের সঙ্গেও।

অ্যাকশন এরিয়া-১ এবং অ্যাকশন এরিয়া-২-এর উপর দিয়ে ছুটতে পারে মনোরেল। এই মনোরেলের লাইন চলে যাবে সল্টলেক মেট্রো পর্যন্ত। হিডকোর এই উদ্যোগে খুশি এলাকাবাসী।

প্রসঙ্গত, নিউটাউনে অধিকাংশ অফিস । যানযটের সমস্যায় পড়তে‌ হয় নিত্য যাত্রীদের। সবার সুবিধার্থেই এই বিশেষ ভাবনা।