অবশেষে গত পড়শু দিন দলের নতুন কোচের নাম ঘোষনা করে ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal)। গত মরশুমের দায়িত্ব থাকা স্টিফেন কনস্ট্যানটাইন কে বিদায় জানিয়ে আগামী দুই মরশুমের জন্য লাল-হলুদ শিশিরে আসতে চলেছেন স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত।
সেদিন দলের দায়িত্ব নেওয়ার পর মিডিয়ার মুখোমুখি হয়ে বলেছিলেন, এই দলের প্রধান কোচ হয়ে আসতে পেরে তিনি প্রচন্ড গর্বিত। বছরের পর বছর ধরে ভারতীয় ফুটবলের এত ইতিহাস নিয়ে এই ক্লাব সাফল্যের শীর্ষে থাকার পরে তার হাতে দলের দায়িত্ব দিয়ে তাদের ভিশন এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ দেওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত। এটি খুবই আনন্দদায়ক বিষয়।” তিনি আরও জানান, আমি ভারতে ফিরে আসতে পেরে খুবই খুশি। এটি এমনএকটি দেশ যাকে আমি খুব ভালোবেসে ফেলেছি। সেইসাথে বহু গৌরবময় মুহুর্ত কাটিয়েছি। কথা দিচ্ছি আমার সমস্ত শক্তি দিয়ে দলকে সাফল্য পাওয়ানোর চেষ্টা করব।
কুয়াদ্রাতের এমনতর বক্তব্যের পরেই খুশির আমেজ দেখা দেয় লাল-হলুদ সমর্থকদের মধ্যে। সকলের আশা অন্তত এবার হয়ত চেনা ছন্দে দেখা যাবে ইস্টবেঙ্গল কে। বলতে গেলে কার্লোস কুয়াদ্রাতের হাত ধরেই সাফল্যের সরনীতে ফিরতে চাইছেন সকলে। সেই উন্মাদনা আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে আজ। ঘন্টাকয়েক আগেই দলের অফিসিয়াল পেজে কুয়াদ্রাতের একটি ভিডিও আপলোড করা হয়। যেখানে সমর্থকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিতে দেখা যায় এই আইএসএল জয়ী কোচ কে। তিনি বলেন, ” হ্যালো সবাই। লাল-হলুদ বাহিনীর অংশ হতে পেরে আমি খুব উত্তেজিত। জয় ইস্টবেঙ্গল।”
Good morning, #AmagoFans! ☀️
Here’s a message for you all from the man himself. ❤️💛@CarlesCuadrat #JoyEastBengal #WelcomeCoachCuadrat pic.twitter.com/1YTpAOegKr
— East Bengal FC (@eastbengal_fc) April 27, 2023
ভিডিওটি আপলোড করার কিছুক্ষণের মধ্যেই তা রীতিমতো জনপ্রিয়তা পেতে থাকে লাল-হলুদ সমর্থকদের মধ্যে। তবে এখনি আনন্দে গা ভাসাতে নারাজ সকলে। কোচ চূড়ান্ত করার পর এবার শক্তিশালী দল গঠন করাই অন্যতম লক্ষ্য ইমামি ম্যানেজমেন্টের। সেইমতো ট্রান্সফার উইন্ডো কে সঠিক ভাবে কাজে লাগাতে চাইছে লাল-হলুদ শিবির।