শুরুতেই বড়সড় ধাক্কা ইমামি ইস্টবেঙ্গল শিবিরে। আজ জাতীয় মহিলা লিগের (Women’s League) প্রথম ম্যাচে গোকুলাম কেরালা এফসির কাছে ৮-২ গোলের ব্যবধান পরাজিত হতে হল লাল-হলুদ শিবির কে। ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি।
আজ গোটা ম্যাচ জুড়ে গোকুলাম ফুটবলারদের দাপটের সামনে কার্যত মাথানত করেই থাকতে হল সুজাতা করের মেয়েদের। গোকুলামের হয়ে একাই পাঁচটি গোল করেন সবিত্রা ভান্ডারি। বাকি তিনটি গোল করেন ইন্দু, গ্ৰস ও ভিভিয়ান। অপরদিকে লাল-হলুদের হয়ে ব্যবধান কমান রিম্পা ও তুলসি। কিন্তু আজ বড় ব্যবধান ম্যাচ হারের ফলে পরবর্তী পর্বে যাওয়ার রাস্তা অনেকটাই বন্ধ হয়ে গেল ইস্টবেঙ্গলের কাছে।
কয়েকমাস আগে অপরাজিত থেকে কন্যাশ্রী কাপ জিতেছিল ইস্টবেঙ্গলের মহিলা দল। যার নেপথ্যে ছিলেন সুজাতা কর। সেই ফর্ম নিয়েই আজ লিগ শুরু করার পরিকল্পনা ছিল লাল-হলুদের। তবে শক্তিশালী গোকুলামের সামনে কার্যত খরকুটোর মতো উড়ে গেল কলকাতার এই প্রধান। ম্যাচের প্রথমার্ধে মাত্র ২ মিনিটের মাথায় গোকুলামের হয়ে প্রথম গোল তুলে নেয় সবিত্রা।
তারপর ৪ মিনিটের মাথায় আবার দ্বিতীয় গোল। ৭ মিনিটের মাথায় তৃতীয় গোল যারফলে, ৩-০ গোলে এগিয়ে যায় কেরালার এই দল। প্রতি আক্রমণে ম্যাচের ১০ মিনিটের মাথায় লাল-হলুদের হয়ে প্রথম গোল করেন রিম্পা হালদার। এতে ফলাফল গিয়ে দাঁড়ায় ৩-১ গোল। তবে তাতে ও রেহাই মেলেনি। ২৩ মিনিটের মাথায় নিজের তৃতীয় গোল করেন সবিত্রা। এরফলে, প্রথমার্ধের শেষে ৪-১গোলে পিছিয়ে থাকে ইস্টবেঙ্গল।
FT| Not the result we wanted. Chin up, #MoshalGirls! Let’s shift our focus to the next one. ✊#JoyEastBengal #HeroIWL #EastBengalFC #IndianFootball #ShePower pic.twitter.com/l0mYjyYMBf
— East Bengal FC (@eastbengal_fc) April 26, 2023
দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণের ঝড় তুলতে থাকে মশাল ব্রিগেডের কন্যারা। তার ফল মেলে ম্যাচের ৬৩ মিনিটের মাথায়। লাল-হলুদের জার্সিতে দ্বিতীয় গোল করেন তুলসী হেমব্রম। ফলাফল গিয়ে দাঁড়ায় ২-৪ গোল। এই গোল খাওয়ার পরেই আরো আগুনের মতো জ্বলে ওঠে গোকুলাম কেরালা। তাদের সেই আক্রমণের জেরেই ৭১ মিনিটের মাথায় নিজের চতুর্থ গোল করেন সবিত্রা। তবে এখানেই শেষ নয়, সময় যত এগোতে থাকে ততই বাড়তে থাকে ব্যবধান। ৮০, ৮২ ও ৯০ মিনিটের মাথায় ইস্টবেঙ্গল ডিফেন্স কে ফালা ফালা করে গোলের বন্যা বইয়ে যায় গ্ৰস, ভিভিয়ান ও সবিত্রা। নির্ধারিত সময়ের শেষে ৮-২ গোলে ম্যাচ পকেটে পুড়ে নেয় গতবারের চ্যাম্পিয়ন গোকুলাম।