নিয়োগ দুর্নীতির তদন্তে ফের সিবিআই জেরার মুখোমুখি হতে হবে এমনটা ধরে নিয়েই তেহট্টের তৃণমূল কংগ্রেস বিধায়ক (TMC MLA Tapas Saha) এবার সরাসরি দলেরই শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস নিয়ে মন্তব্য করলেন। তিনি বলেছেন, অভিষেকের অফিসে কাজ করে ডোনা। তার সাথে টিনার যোগাযোগ আছে। সেও প্রভাব খাটাচ্ছে।
বিধায়ক তাপস সাহার দাবি,অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে চিঠি লিখেছি। তাঁর অফিসে ডোনা নামে একজন কাজ করেন, যে টিনার ঘনিষ্ঠ। মমতা বন্দ্যোপাধ্যায় আমার পাশে আছেন। আমি জানি। দল আমরা তৈরি করেছি। আমার কেস আমায় লড়তে হবে। আমাকে পায়ের তলার মাটি শক্ত করতে হবে। আমি টিনার এই প্রভাবশালী হওয়ার বিষয়টা সিবিআইকে জানিয়েছি।
বিধানসভায় একটি বৈঠকে যোগ দিতে উপস্থিত হন তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা। সেখানেই বিস্ফোরক মন্তব্য করেন তিনি৷ সম্প্রতি তার তেহট্টের বাড়িতে সিবিআই অভিযান চলে। বিধায়ক বলেছেন, নব্য তৃণমূল আমাকে ফাঁসিয়েছে। এবার স্পষ্ট করে জানালেন, ২০১৬ এর পর যারা এসেছে, তারাই আমাকে ফাঁসিয়েছে।
তাপস সহ তাঁর ঘনিষ্ঠ নেতাদের গতিবিধি সিবিআইয়ের নজরে। নজরে রয়েছে তাপস ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট৷ একইসঙ্গে তাপসের প্রাক্তন আপ্ত সহায়ক প্রবীর কয়ালকেও জিজ্ঞাসাবাদ করছে সিবিআই৷ সেই তদন্তের মাঝেই তাপসের বিস্ফোরক মন্তব্য শাসক দলকে চাপে ফেলছে।