বাদশার (Badshah) নতুন গান শনক নিয়ে শোরগোল তুঙ্গে। সনক গানে ভগবান শিবকে নিয়ে যা নয় তাই মন্তব্য করেছেন বাদশা! বেশকিছু মানুষের যেমন এইগান ভাল লেগেছে, তেমনই কিছু মানুষ আবার রেগে আগুন। মহাদেবকে নিয়ে অযাচিত মন্তব্য। ট্রেন্ডে গা ভাসিয়ে অনেকেই রিলস বানিয়েছেন, তাতেই বিতর্ক তুঙ্গে। বাদশার বিরুদ্ধে দায়ের করা হয়েছিল FIR।
সূত্রের খবর, উজ্জয়নের মহাকাল মন্দিরের এক পুরোহিত ক্ষোভ প্রকাশ করেই বলেছিলেন, মহাদেবের নামের বিকৃত শব্দ ব্যবহার করা উচিত নয়। তারই ফলস্বরূপ, ক্ষমা চাইতে বাধ্য হলেন এই (Badshah) মিউজিক কম্পোজার। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘আমার শেষ রিলিজ সনক অনেককে দুঃখ দিয়েছে। তাঁদের মানসিকভাবে আঘাত করেছে। কাউকে মানসিক এবং ধর্মীয় আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না।
আমার আর্টিস্ট্রি দিয়ে আমার ভক্তদের মনোরঞ্জন করাই সবথেকে বড় বিষয়। তবে, চারপাশের পরিস্থিতি বিবেচনা করে আমি সিদ্ধান্ত নিয়েছি যে শীঘ্রই, ওই অংশটুকু বাদ দিয়ে আমি একদম নতুন ভার্সন নিয়ে আসব। কিছুদিন সময় লাগবে। আমি সকলের কাছে ক্ষমা চাইছি, যদি কাউকে আঘাত করে থাকি।’
তবে, ফ্যানদের পছন্দ অপছন্দ নিয়ে সবসময়ই ভাবনা চিন্তায় থাকেন বাদশা। এর আগেও অনেকবার তাঁর গান নিয়ে নানা সমস্যা হয়েছে। কখনও সুর চুরি, আবার কখনও গান চুরি। যদিও, বাদশা ভক্তরা মনে করছেন, আজকাল সব কিছুতেই অভিযোগ দায়ের করা অভ্যাসে দাড়িয়েছে।