Sports Desk: ইতিহাস হচ্ছে ইতিহাস, আমরা নিশ্চিত এবার আমরা ভারতকে হারাবো,পাকিস্তান অধিনায়ক বাবর আজম আগেই বলেছিলেন। ১৯ রান ২ উইকেট শাহিন আফ্রিদির, বাহাতি মিডিয়াম ফাস্ট বোলারের। রোহিত শর্মা এবং কে এল রাহুল আফ্রিদির শিকার।
হিটম্যান রোহিত শর্মা রানের খাতা না খুলেই এলবিডব্লু আর রাহুল (৩) বোল্ড আউট,২.১ ওভারে ভারত তখন দুই উইকেট খুঁইয়ে স্কোরবোর্ডে ৬ রান। খাঁদের কিনারা থেকে তোলার জন্য মাঠে অধিনায়ক বিরাট কোহলি আর সূর্যকুমার যাদব। জুটি গড়ে উঠেছিল দুজনের,কিন্তু৫.৪ ওভারে হাসান আলির বলে সূর্যকুমারের বিদায়১১ রানে। ভারত তিন উইকেটে ৩১ রান। ক্রিজে ঋষভ পহ্ন।
১৩-০ বিশ্বকাপের রেকর্ড পাকিস্তানের বিরুদ্ধে। এবার কি ইতিহাসের স্রোত উল্টো খাতে বইতে চলেছে। ক্যাপ্টেন কোহলি ক্রিজে ২৫ রানে, পহ্ন ১৩। ভারতের সর্বশেষ স্কোর তিন উইকেটে ৫৯ রান