তিনমাসের বেতন বাকি দলের ফুটবলারদের, বেহাল দশা এই ISL জয়ী দলের

গত ২০২১-২২ মরশুমে কেরালা ব্লাস্টার্সের মতো শক্তিশালী দলকে পরাজিত করে আইএসএল (ISL) চ্যাম্পিয়ন হয়েছিল হায়দরাবাদ এফসি (Hyderabad FC)।

Hyderabad FC football players

গত ২০২১-২২ মরশুমে কেরালা ব্লাস্টার্সের মতো শক্তিশালী দলকে পরাজিত করে আইএসএল (ISL) চ্যাম্পিয়ন হয়েছিল হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। এবারের পারফরম্যান্স ও খুব একটা খারাপ নয়। হোলিচরন নাজারি থেকে শুরু করে ওগবেচের মতো ফুটবলারদের দলে নিয়ে আইএসএলের সেমিফাইনালে উঠেছিল হায়দরাবাদ। তবে দ্বিতীয় লেগে ট্রাইবেকারে এটিকে মোহনবাগানের কাছে পরাজিত হতে হয় তাদের। এ ক কথায় বলতে গেলে টুর্নামেন্টের অন্যতম এক হেভিওয়েট দল এটি। তবে এখন ক্লাব চালাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাদের।

শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। বিশেষ সূত্র অনুযায়ী জানা গিয়েছে, এখনো পর্যন্ত নাকি তিন মাসের মাইনে বাকি দলের সমস্ত ফুটবলার থেকে শুরু করে সমস্ত কোচিং স্টাফদের। যারফলে, আর এই ক্লাবে থাকতে চাইছেন না ফুটবলাররা। এমনকি দল ছাড়ছেন তাদের বিজয়ী কোচ মানালো মার্কুয়েজ।

   

সকলের একটাই কথা, এই খেলার মাধ্যমেই সংসার চলে সকলের। সেখানে দিনের পর দিন পারিশ্রমিক না পেলে তারা সেখানে থাকবেন কেন। যারফলে, আকাশ মিশ্রা থেকে শুরু করে রোহিত দানু ও হোলিচরন নাজারির মতো খেলোয়াড়রা কথা বলতে শুরু করে দিয়েছেন অন্যান্য দল গুলির সঙ্গে। সেইসাথে চুক্তি থাকা খেলোয়াড়রা ও অন্যান্য দল গুলির সঙ্গে কথা বলে ট্রান্সফার ফি দিয়ে তাদের নিয়ে যাওয়ার কথা বলছেন। ভারতের এই সর্বাধিক জনপ্রিয় লিগে এক কথায় এটি এক বাজে পরিস্থিতি।

এই সুযোগ কে কাজে লাগিয়েই তাদের দল থেকে আকাশ মিশ্রা কে আনতে চাইছে এটিকে মোহনবাগান। শোনা গিয়েছে প্রায় ১৫ কোটি টাকার চুক্তিতে আসতে পারেন তিনি। এখনো পর্যন্ত ক্লাবের তরফ থেকে সরকারি ভাবে জানানো না হলেও খুব একটা অঘটন না ঘটলে সবুজ-মেরুনে নিশ্চিত আকাশ। অন্যদিকে রোহিত দানুর সঙ্গে চুক্তি আগেই করে নিয়েছে বেঙ্গালুরু এফসি।