মুকুল রায়ের (Mukul Roy) ‘নিখোঁজ’ নিয়ে এই মুহুর্তে রাজ্য রাজনীতিতে তুমুল চর্চা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, দিল্লিতে গিয়ে আজ অমিত শাহের (Amit Shah) সঙ্গে বৈঠক করতে চলেছেন তিনি৷ সূত্রের খবর, গতকাল কলকাতা বিমানবন্দরে একটি লাল ফাইল নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিতে দেখা গেছে তাঁকে৷ কী রয়েছে সেই ফাইলে? তা নিয়েও জল্পনা শুরু হয়েছে৷
বিধানসভা নির্বাচনের পর মুকুল রায়ের ঘর ওয়াপসি চমকে দিয়েছিল রাজনৈতিক মহলকে৷ লোকসভা নির্বাচনের আগে মুকুল রায়ের নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে৷ রাজ্য রাজনীতির এই বদল দেখে অনেকেই মনে করেছিলেন শুভেন্দুকে বিশেষ গুরুত্ব দেওয়ার কারণেই মুকুল রায় সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন৷
তারপর থেকে মুকুল রায়ের হাত ধরে বহু নেতারা তৃণমূলে ফেরা সময়ের অপেক্ষা। এমনটা জল্পনার মধ্যে বাস্তবায়িত হয়েছিল৷ একাধিক বিধায়ক বিজেপি থেকে চলে যান তৃণমূলে। এমনকি বহু বিধায়ক তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন। এমনটাও জানান মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু বরাবর স্রোতের উল্টোদিকে ভেসে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুকুল। এবার দিল্লিতে গিয়ে সেটাই সিদ্ধান্ত নিতে চলেছেন?
কিন্তু বাবার নিখোঁজ হওয়ার ঘটনায় চিন্তা বেড়েছে ছেলে শুভ্রাংশুর। তার বক্তব্য, বিকেলে দুটো ছেলে বাবাকে নিয়ে যায়৷ তারপর থেকে আর মেলেনি৷ বাবা খুন হতে পারে। এমনটাও অভিযোগ জানিয়ে এয়ারপোর্ট থানার দ্বারস্থ হন তিনি৷ কিন্তু কৃষ্ণনগরের বিধায়কের নিখোঁজ সম্পর্কে অবগত নয় তাঁর ছেলে! কিছুদিন আগেই বিরাট শারীরিক অসুস্থতার সম্মুখীন হন মুকুল৷ তাই চিন্তা বেড়েছে ছেলে শুভ্রাংশুর। তবে রাজনৈতিক মহলে মুকুলের বিজেপিতে যোগদানের জল্পনা আরও একবার প্রবল হয়েছে। কারণ, মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তাতেও আরও সম্ভাবনা প্রবল হয়েছে।